ইমামবাড়া
ইমামবাড়া।
বিশেষত মুসলমান শিয়া সম্প্রদায়ের, মহরম অনুষ্ঠানের জন্য, ধর্মগৃহ !
ওখানে, তাজিয়া রাখা হয় !
ইমাম বাড়া। আরবি শব্দ।
বাংলায়, ইমামবাড়ি।
যে বাড়িতে, মহরম পর্ব, অর্থাৎ, কারবালার যুদ্ধ এবং হাসান-হোসেনের, সেই যুদ্ধে দেহ অবসানের, বিষণ্ণ উৎসব, অনুষ্ঠিত হয় !
হুগলিতে একটি ইমামবাড়া আছে !
ওটি 'শিয়া' গোষ্ঠীর অন্তভুক্ত !
তাজিয়া।
ইরাকের কারবালা নামক স্থানে, হাসান-হোসেনের যে সমাধিমন্দির আছে, তার প্রতিমা, গোঁয়ারা !
কারবালা।
বর্তমানে ইরাক দেশের অন্তর্গত, একটি শহর।
কারবালা, বা্গদাদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
এখনকার কারবেলা, ইরাকের, কারবালা প্রদেশের রাজধানী।
মহরমের সময় শিয়া মুসলমানেরা তাজিয়া নিয়ে শোভাযাত্র বের করেন !
সুন্নি মুসলমানেরা, আমাদের হিন্দুরের মতো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাজিয়ার সেই শোভাযাত্রা দেখেন !
তাজিয়া।
'তাজিয়হ্', এই আরবি শব্দ থেকে এসেছে !