সমাধি ২
Pranab Kumar Kundu
Public
সমাধি
চেতনার যে আলো, আমাদের মনের আয়নায় এসে পড়ে, তাকে স্বচ্ছ ও একাগ্র করে তুলতে হবে তিনটি স্তরে !
সবিতর্ক ও নির্বিতর্ক সমাধি হলে, ফুটে উঠবে, স্থূল বিষয়ের যথার্থ জ্ঞান !
সবিচার ও নির্বিচার সমাধি হলে, ফুটে উঠবে, সূক্ষ্ম বিষয়ের যথার্থ উপলব্ধি !
সানন্দ সমাধিতে ইন্দ্রিয় বা করণবর্গের পূর্ণ জ্ঞান প্রাপ্তি সম্ভব হলেও হতে পারে !
স্বম্বিত সমাধিতে, গ্রহীতা বা জ্ঞাতার শুদ্ধরূপ পরিষ্কার ভাবে ফুটে উঠবে !
* সূত্র ও সংযোজনা : গোবিন্দলাল মুখোপাধ্যায়, 'চেতনার আরোহিণী'।