মহাদেব
প্রলয় যৌবন অবস্থায় ঘটে না !
প্রলয় ঘটে জীর্ণ অবস্থায় !
'কাল' যখন 'মহাকাল' স্তরে পৌঁছায়, তখন যৌবন পেরিয়ে 'কালস্রোত' আরো এগিয়ে যায় !
মহাকাল। অনবচ্ছিন্ন কাল ! অনন্তকাল !
যৌবন পেরোনো, পৌঢ়ত্বের দিকে এগোনো, বৃদ্ধত্বের দিকে এগিয়ে যাওয়া ! শেষে শেষ নিঃস্বাস ছেড়ে, নিঃশেষ হয়ে যাওয়া !
মহাকালের প্রবাহে, মহাদেবের শরীরও, অনেক সময়, বয়স্ক মানুষের মতো দেখতে দেখায় !
দেখেন নি ?
মহাদেবের মূর্তিতে ?
আঁকা মহাদেবের ছবিতে ?
চোখ নিমীলিত ! যেন ক্লান্তিতে কাহিল !
মহাদেব। দেবাদিদেব ! শ্রেষ্ঠদেব !
আবার কোথাও তিনি শ্রেষ্ঠ দেবত্রয়ের অন্যতম !
মহাদেব নিজেও মহাকাল !