শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

ইলেকট্রন ( গদ্যরচনা )

    ইলেকট্রন ( গদ্যরচনা )


    পরমাণুর ইলেকট্রন।
    পরমাণুর কেন্দ্রী অংশের বাইরে, ফাঁকা শূন্যে, ঘূর্ণনরত অবস্থায় ইলেকট্রন থাকে !
    ইলেকট্রনের চৈতন্য আছে ! 
    ইলেকট্রনের ঘূর্ণন আছে !
    ইলেকট্রনের ভাসমান কক্ষ, এবং ভাসমান কক্ষপথ আছে !
    ইলেকট্রনের কক্ষপথের ধাপের বৈশিষ্ট আছে !
    ইলেকট্রনের নিজস্ব শক্তি আছে !
    ইলেকট্রনের দূরবর্তী কক্ষপথে লাফিয়ে যাওয়ার প্রবণতা আছে !
    ইলেকট্রন সে্ইজন্য অতিরিক্ত শক্তি সঞ্চয় করে রাখে !
    ইলেকট্রনের শক্তিসঞ্চয়ী বৃত্তি  আছে !
    ইলেকট্রন সত্য ! ইলেকট্রন নিত্য ! ইলেকট্রন চেতন ! ইলেকট্রন শক্তিময়ী !

    Comments
    Pranab Kumar Kundu
    Write a comment...

অভিকর্ষ ( গদ্যরচনা )



অভিকর্ষ  ( গদ্যরচনা )


ধরে নিই আমরা দাঁড়িয়ে আছি।

পৃথিবী আমাদের পায়ের দিক থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে !

আমরা আকাশের শূন্যে পড়ে যাচ্ছিনা, ভেসে যাচ্ছি না, উড়ে যাচ্ছি না, উড়ো মানুষ হয়ে যাচ্ছি না !

পৃথিবী আমাদের তার কেন্দ্রের দিকে টানছে।

অভিকর্ষজ বলে টানছে।

আমরা হাঁটছি চলছি।

দাঁড়িয়ে আকাশ দেখছি।

আমরা কি কিছু বুঝছি ? নাকি বুঝছি না !


শাস্ত্রকথা ( গদ্যরচনা ) [ দুই ]


শাস্ত্রকথা  ( গদ্যরচনা )  [ দুই ]


পরমাত্মা আর জীবাত্মার সখ্যভাব।

জীবাত্মার আশ্রয় দেহ।

পরমাত্মার আশ্রয় পরমাত্মাই।

জীবাত্মা কর্মফলের ভালোমন্দ ভোগ করেন ।

পরমাত্মা কিছুই না করে

শুধু দর্শক হয়ে থাকেন।

শাস্ত্র কথা ( গদ্যরচনা ) [ এক ]



শাস্ত্র কথা  ( গদ্যরচনা )  [ এক ]


আগম ও নিগম, তন্ত্র ও বেদের উপাসনা পদ্ধতি।

কোথাও থাকে ভয়, কোথাও ভক্তি।

কোথাও অভয়, কোথাও বরাভয়।

কোথাও মাতৃদেবী কল্পনায় শক্তিপূজা।

কোথাও আধ্যাত্মিকতা।

কোথাও নির্বাণ।

কোথাও বা মুক্তি।



চলার পথে ( গদ্যরচনা )


চলার পথে  ( গদ্যরচনা )


 কারো দোষ না দেখা সম্পর্ক তৈরিতে সাহাষ্য করে !
আমরা কেউই দোষমুক্ত নই !
সকলের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত !
নম্রতার সাথে ধীরে ধীরে কথা বলা উচিত !
রাগ না দেখানোই ভালো !
অভিসম্পাত না দেওয়া আরো ভালো !

জানা না-জানা ( গদ্যরচনা )




জানা না-জানা  ( গদ্যরচনা )


সে জানেনা, এবং নিজেই জানেনা, যে সে জানেনা, সে মূর্খ !

যে নিজে জানেনা, অথচ একথা জানে, যে সে জানেনা, সে সরল সাদাসিধে !

যে জানে, এবং সে নিজে, সে ব্যাপারে জানেনা, সে তন্দ্রাচ্ছন্ন !

যে জানেনা, কিন্তু বড়াই করে, যে সে জানে, সে ধূর্ত !

যে জানে, যে সে জানে, সে-ই বিজ্ঞ !

তাঁকেই, অনুসরণ করো !



* একটি আরবিয় প্রবাদবাক্যসমষ্টি।