বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

ব্রাহ্মণ


ব্রাহ্মণ



অতীতে, বাঙালি জাতিতে, একজনও, বৈদিক  ক্রিয়াকলাপে দক্ষ, ব্রাহ্মণ ছিলেন না !

তাই, পাঁচজন 'শিক্ষিত'  ব্রাহ্মণকে, কান্যকুব্জ থেকে নিয়ে এসেছিলেন, তৎকালীন বাংলার সেনবংশের প্রতিষ্ঠাতা, আদিশূর !

রাঢ়ি ও বারেন্দ্র ব্রাহ্মণরা, এঁদেরই বংশধর !

এখন পর্যন্ত পুরোহিত ব্যাবসা, তাঁদের বংশধরেরা, ভালোই চালাচ্ছেন !

কান্যকুব্জ।
কনৌজ দেশ !
কনৌজ, উত্তর প্রদেশের ফারাক্কাবাদ জেলার, তহসিলবিশেষ ছিল।
কান্যকুব্জ, প্রাচীন আর্যসভ্যতার কেন্দ্রগুলির মধ্যে, অন্যতম ছিল !
অতি প্রাচীনকাল থেকে, খ্রিস্টিয়  ৬ষ্ঠ শতাব্দ পর্যন্ত, কান্যকুব্জ, আর্যগৌরবের সাক্ষ্য বহন করেছিল !
খ্রিস্টাব্দ ১০১৮ অব্দে, দেশটি,  গজনির সুলতান, মহম্মদ মামুদের হাতে বিধ্বস্ত হয়েছিল !



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ',পৃষ্ঠা ২৭৩। অভিধান 'সুবল',  পৃষ্ঠা ৩৩৮।

ষোড়শোপচারে শিবের পূজা


ষোড়শোপচারে শিবের পূজা



ষোড়শ উপচার দিয়ে, ভগবান শিবের পূজা করলে, পূজার ফলের সিদ্ধিলাভের সম্ভাবনা, সহজ হয় !

কাজেই ষোলো উপচার দিয়ে, ভগবান শিবের, পূজা করাই উচিত !

উপচার। পূজার সামগ্রী।

দেবতা ভেদে উপচারে কিছু কিছু পার্থক্য আছে !

যেমন, শিবকে দেওয়া হয়, গাঁজা-ছিলিম এবং আধুনিক যুগে দেশলাই !

শক্তিদেবীকে,  দেওয়া হয়, মদ্য ! আধুনিক যুগে, চোলাই !

পূজায়, দেবতার অভিষেক করলে আত্মশুদ্ধি হয় !

অভিষেক।
পূজার বেদিতে, দেবতার সংস্থাপন। মন্ত্রপূত তীর্থজলে, দেবতাকে স্নান করানো বা মানস-স্নান করানো !

ফুল দিয়ে এবং মন্ত্রপাঠে, পূজা করতে হয় !

অঘ্রাত অক্ষত দিয়ে, নৈবেদ্য প্রস্তুত করতে হয় !

নৈবেদ্য দিলে, আয়ুবৃদ্ধি ও তৃপ্তি হয় !

গন্ধদ্রব্য দিলে,  পুণ্যলাভ হয় !

ধূপ নিবেদন করলে, ধনলাভ হয় !

দীপ দেখালে, জ্ঞানের উদয় হয় !

পান-সুপারি দিলে, ভোগের উপলব্ধি হয় !

পূজার শেষে জপ করা ও প্রণাম করা উচিত !

সকলকে প্রসাদ দেওয়া উচিত !



* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৩৫।