বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

এঁটো




এঁটো


দুধ খাও ? ওটা তো বাছুরের এঁটো !
গুড় চিনি খাও ? ওটা তো মাছি আর পিঁপড়ের এঁটো !
ফল খাও ? বাদুর আর পাখির এঁটো !
মধু খাও ? সে তো বাঁজা কর্মী মৌমাছির এঁটো !
হামি খাও ? সেও তো এঁটো-এঁটো মাখামাখি !
তাই এঁটোতে-এঁটোতে এত ঘ্যানপ্যানানি কেন ?


শ্রাদ্ধপুরুতের এঁটো অনেক শ্রাদ্ধক্রিয়ায় খেতে ্হয় ! ওটা এঁটো নয় ?


ঠাকুরের এঁটো তো প্রসাদ ! ওটা জগন্নাথদেবের হলে আবার নহাপ্রসাদ !



প্রেম ভালোবাসায় অনুরাগে, প্রীতি-সৌহার্দ্যে বন্ধুত্বে, প্রণয়াকাঙক্ষায়, যে চুমু খেয়ে,  হৃদয়-মন  ভরানো হয়,  তাও তো এঁটো-এঁটোময় ! তবে এই চুমু খাওয়ায়, এঁটোঘেন্নার  ব্যাপারই নেই ! এটা স্বর্গীয় এঁটো ! এই এঁটোর চমক জেগে থাকে, সারাটা জীবনজুড়ে,  সারাটা জীবন ধরে !  স্মৃতির খোপে খোপে,  মনের খোঁপায় !

হাতি এবং হাতির বাচ্চা




হাতি এবং  হাতির বাচ্চা


হাতিরা খুব বলশালী। খুব বুদ্ধিমান। নিজেদের সন্তানদের হাতিরা আগলে রাখে।

হাতিরা মানুষ নয়, তাই তাদের অসুস্থ বাচ্চাদের, কোলে কাঁকালে করে, বয়ে নিয়ে যেতে পারে না !

কিন্তু অসুস্থ বাচ্চাদের তারা শুঁড়ে করে তুলে, পিঠে বসিয়ে, কিংবা পিঠের ওপর শুইয়ে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না কেন ?

অসুস্থ, চলতে ফিরতে হাঁটতে পারে না, এমন বাচ্চাদের, হাতিরা, বনের মধ্যে একা-একাকী ফেলে রেখে, হাতির দল চলে যায় !

সেই বাচ্চারা, বনের বাঘ-সিংহের, হায়নাদের, খাবারে পরিণত হয় !

'কবিতার 'পৃষ্ঠাসর্শন' ও 'পোস্ট''




'কবিতার 'পৃষ্ঠাদর্শন' ও 'পোস্ট''


আমার কবিতার 'ইতিহাসের পৃষ্ঠাদর্শন',  ২২৭৫২ !

'পোস্ট', ১৪৯১ !

আমার 'জাতীয় পতাকা' লেখা




আমার 'জাতীয় পতাকা' লেখা


আমার 'জাতীয় পতাকা' শীর্ষক লেখাটির জন্য, 'পৃষ্ঠাদর্শন' তিনশো ছাড়িয়েছে !

তারপরে, 'শরভ', এবং অন্যান্য পোষ্টগুলি।

দেখুন,

পোস্টগুলির প্রবেশ এবং পৃষ্ঠাদর্শন

 


  প্রবেশ                                              পৃষ্ঠাদর্শন

১৩ নভেম্বর, ২০১৬
301








১৬ নভেম্বর, ২০১৬
49








২৭ নভেম্বর, ২০১৬
43








৮ ডিসেম্বর, ২০১৬
43








২৯ নভেম্বর, ২০১৬
38








37








36








২৮ ডিসেম্বর, ২০১৬
36








২৪ নভেম্বর, ২০১৬
30









দেখুন, 'পোস্টগুলি'র,    'প্রবেশ',  এবং  'পৃষ্ঠাদর্শন' !