রবিবার, ২৩ জুলাই, ২০১৭

জন্মান্তর

জন্মান্তর মানুষ যতবার জন্মগ্রহণ করে, ততবারই, পৃথক পৃথক মানুষ, এবং, অন্যান্য প্রাণিদের সঙ্গে, সম্পর্ক স্থাপন করে ! এমন কি স্বামী-স্ত্রীও পালটে যায় ! উলটোপালটা হয়ে যায় ! ডিগবাজি খায় ! আর মৃত্যুর পরে, মানুষের সমস্ত সম্পর্ক, স্বপ্নের মতো বিলীন হয়ে যায় ! হায় ! হায় ! জন্মান্তরে কি যে হয় ! আর জন্মান্তরে কিযে বা না হয় !