বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

নির্বিকল্প সমাধি (দুই )


নির্বিকল্প সমাধি ( দুই )


নির্বিকল্প সমাধি।
নির্বিকল্প সমাধি হচ্ছে
অহংবোধ ব্যতিরেকে
আত্মমগ্নতা !
সেটা আবার হচ্ছে
একটা নিমজ্জিত
মানসিক অবস্থা !
এই অবস্থায়
আত্ম-চিত্তবৃত্তি বোধ
এমন পর্যায়ে
উন্নীত হয়
যে জ্ঞাতৃজ্ঞেয়াদি ভেদ
শেষপর্যন্ত
শেষ হয়ে যায় !
এই নির্বিকল্প সমাধিতে
নিম্নস্তরের কোনো চেতনায়
প্রত্যাবর্তনের
আশঙ্কা নেই !
এই সমাধি হলেই
পাওয়া যেতে পারে
সর্বশ্রেষ্ঠ জ্ঞান !