রবিবার, ২১ মে, ২০১৭

অন্নপূর্ণা


অন্নপূর্ণা



দেবী পার্বতী,  শুভ অক্ষয় তৃতীয়ার দিন,   'মা অন্নপূর্ণা' রূপে,  তিনি  নিজেই আবির্ভূতা হয়েছিলেন !
সেই দিন তিনি নিজেই,  প্রথম বারের জন্য,  হেঁসেলে গিয়েছিলেন !
কাঠ জ্বেলে, কাঠের আগুনে, অন্ন ব্যঞ্জন পায়সান্ন, রান্না করেছিলেন !
উনি তো আর পরিমাণ জানতেন না,  তাই,  রাঁধতে রাঁধতে,  অন্নকূট পরিমাণ,  রান্না করে ফেলেছিলেন !
স্বামী মহাদেবকে সেই অন্ন ইত্যাদি পেটপুরে ভোজন করিয়েছিলেন !
হাতপাখা দিয়ে বাতাস করেছিলেন !
মহাদেব চেটেপুটে সব খেয়েছিলেন ! এমন কি ভুল করে কলাপাতাটাও খেয়ে ফেলেছিলেন !
তাই দেখে পার্বতী খুব হেসেছিলেন !

মহাদেবকে খাইয়ে দেবী পার্বতী এমন আপ্লুত হয়েছিলেন,  যে,  তিনি আর দেবী পার্বতী অবয়বে,  হাতে অস্ত্রশস্ত্র নিয়ে, অসুর নিধনে, ফিরে যান নি !
শরীরের বর্ম-টর্মগুলোও খুলে ফেলেছিলেন !

তারপর থেকে দেবী অন্নপূর্ণা রূপেই, তিনি,   হয়েছিলেন মান্যি !

অন্নপূর্ণা এমনিতে দ্বিভুজা !
তাঁর বাম হাতে সোনার অন্নপাত্র,  ডান হাতে রূপোর হাতা !
শিবঠাকুর কাঁচুমাচু মুখে,  তাঁর প্রসারিত ডান হাত এগিয়ে রেখেছগন,  ভিক্ষা অন্ন পাবেন বলে !

তবে দক্ষিণামূর্তি সংহিতায়,  অন্নপূর্ণা চতুর্ভুজা !
কাশীতে চতুর্ভুজা অন্নপূর্ণার মূর্তি, অন্নপূর্ণা মন্দিরে, প্রতিষ্ঠিতা আছেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন