শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

বড়ো বড়ো পৌরাণিক ঋষিদের 'ঋষিত্ব' !




বড়ো বড়ো পৌরাণিক ঋষিদের 'ঋষিত্ব' !


ব্র্‌হ্মর্ষি।
ব্রহ্মন্ ( ব্রাহ্মণ ) অথচ ঋষি, কর্মধা। বি; পু। ব্রহ্মর্ষিরা  জাতিগতভাবে ব্রাহ্মণ ! তাঁদের সঙ্গে 'ব্রহ্ম'-এর কোন যোগসূত্র আলাদাভাবে  নেই ! শাস্ত্রে,  'ব্রহ্ম' এবং 'ব্রাহ্মণ' এক করা হয়েছে ! এটা ঠিক নয় ! ব্রহ্মর্ষি বসিষ্ঠ প্রমুখ !

দেবর্ষি।
যিনি দেব ও মন্ত্রদর্শন হেতু, ঋষিত্ব প্রাপ্ত হয়েছেন ! যেমন, নারদ প্রমুখ।

মহর্ষি।
প্রধান মুনি। সপ্ত প্রকার পৌরাণিক ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ ঋষি ! মহান যে ঋষি, কর্মধা। মহা + ঋষি। বি; পু। বেদব্যাস প্রমুখ।

পরমর্ষি।
শ্রেষ্ঠ ঋষি। ভেলাদি প্রমুখ। বেদব্যাসও পরমর্ষি  group-এ ( দলে ) পড়েন ! পরম যে ঋষি। কর্মধা। বি; পু।

কাণ্ডর্ষি।
বেদবিভাগের মীমাংসক ঋষি। যেমন,

কর্মকাণ্ডের বেদভাগের মীমাংসক, জৈমিনি।

ব্রহ্মকাণ্ডের বেদভাগের মীমাংসক, বেদব্যাস।

ভক্তিকাণ্ডের বেদভাগের মীমাংসক, শাণ্ডিল্য।

এঁরা সবাই, কাণ্ডের, অর্থাৎ বেদপরিচ্ছেদের ঋষি।
ষষ্টিতৎপুরুষ। বি; পু।
যেমন, জৈমিনি, বেদব্যাস, শাণ্ডিল্য, প্রভৃতি !

মীমাংসক। নিষ্পত্তিকারক। সনন্ত মান্ ( বিচার করা ) + ণক কর্তৃ। বিণ;। ( স্ত্রী- মীমাংসিকা। )
মিমাংসক। মীমাংসাশাস্ত্রজ্ঞ।


শ্রুতর্ষি।
শ্রুতপ্রধান ঋষি। সুশ্রুত প্রভৃতি ।


রাজর্ষি।
রাজা অথচ ঋষি।

যিনি রাজা  হয়েছেন, রাজা রয়েছেন, অথচ ঋষির মতন আচরণ করেন !

যিনি রাজকার্য সামলান, রাজত্বও করেন, অথচ সময় সুবিধা বুঝে, ঋষির মতন 'তত্ত্ব' আলোচনা করেন !

কেবল সাংসারিকতায় ব্যস্ত থাকেন না !

এঁনাকে বলা যায়, রাজশ্রেষ্ঠ !

ইনি রাজাও এবং ঋষিও
!
রাজর্ষি, জনক প্রভৃতি !

আমার এই আলোচনায় দেখা যাচ্ছে, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, বা ব্যাসদেব, 'মহর্ষি' হিসাবে, 'পরমর্ষি' হিসাবে, এবং, 'কাণ্ডর্ষি' হিসাবেও, তিন জায়গায় নিজের জায়গা করে নিয়েছেন !

'মহর্ষি' হিসাবে, বেদব্যাস প্রধান  মুনি।   তিনি সপ্ত প্রকার পৌরাণিক ঋষিদের মধ্যে, শ্রেষ্ঠ ঋষি !

'বেদব্যাস', 'পরমর্ষি' হিসাবেও শ্রেষ্ঠ ঋষি।

'কাণ্ডর্ষি' হিসাবেও', বেদব্যাস,  'ব্র্‌হ্মকাণ্ডের বেদভাগের মীমাংসক' !

বেদব্যাস, বেদের বিভাগকর্তা ব্যাসমুনি,  যিনি পরাশর ও সত্যবতীর পুত্র।



বেদব্যাস/কৃষ্ণদ্বৈপায়ন।

উনি মহামনীষী ছিলেন !

উনিই সর্বপ্রথম, বেদের সংগ্র্হ ও বিভাগ করেন বলে তিনি 'বেদব্যাস'।

একটি দ্বীপে তাঁর জন্ম বলে, তিনি,  দ্বৈপায়ন।

তিনি কৃষ্ণবর্ণের ছিলেন বলে, তাঁর নাম কৃষ্ণদ্বৈপায়ন।

মূলত তখনকার মুনিদের মধ্যে, বেদব্যাস একজন সুপ্রসিদ্ধ ও অসাধারণ ঋষি ছিলেন !


শুদ্ধ বিশুদ্ধ থাকা ধর্ম সম্প্রদায়ের মহান গুরুদেবের ফরমান !




শুদ্ধ বিশুদ্ধ থাকা ধর্ম সম্প্রদায়ের মহান গুরুদেবের ফরমান !


গুরুদেব শিষ্যকে কহিলেন, "বুঝেছ উপেন,"

"মিথ্যা কথা বলিবে না" !

"চুরি করিবে না" !

"নিজের বৌ-এর সঙ্গও অধিক করিবে না" !

"সম্প্রদায়ের সমস্ত স্ত্রী-লোকদের ভগিনী বলিয়া জ্ঞান করিবে" !



কিছুদিন বাদে সম্প্রদায়ের সমস্ত ভগিনীরা সম্প্রদায় ছেড়ে পালিয়ে চলে গেল !


বুঝলো ওখানে তাদের কিছুই হ্ওয়ার নেই !


কিছু পাওয়ারও নেই !


তখন সম্প্রদায়ের বাইরে এবং ভেতরে, ছিছিক্কার পড়ে গেল !


সম্প্রদায় ভেঙ্গে গেল !

বড়ো বড়ো পৌরাণিক ঋষিরা সব সাত ধরণের !




বড়ো বড়ো পৌরাণিক ঋষিরা সব সাত ধরণের !


বড়ো বড়ো পৌরাণিক ঋষিরা সব সাত ধরণের !

তাঁরা

'ব্রহ্মর্ষি'  বসিষ্ট প্রমুখ।
'দেবর্ষি'  নারদ প্রমুখ।
'মহর্ষি'  ব্যাস প্রমুখ।
'পরমর্ষি'  ভেলাদি প্রমুখ।
'কাণ্ডর্ষি  জৈমিনি প্রভৃতি।
'শ্রুতর্ষি'  সুশ্রুত প্রভৃতি।
'রাজর্ষি'  জনক প্রভৃতি।

শিক্ষানবীশ ঋষিরা, যাঁরা ঋষিতুল্য, তাঁদের সাধারণ ঋষিদের কাছাকাছি মূল্য !

শিক্ষানবীশ ঋষিরা, যাঁরা ঋষি প্রায়, তাদের মধ্যে সবায় হয়তো একদিন সাধারণ ঋষি হবেন, এমনটাই দেখা যায় !