রাম-রামায়ণের গল্প
প্রণব কুমার কুণ্ডু
রাম-রামায়ণের গল্প
রাম জন্মানোর আগেই
বাল্মীকি মুনির
রামায়ণ লেখা
শেষ হয়ে গিয়েছিল !
সেই স্ক্রিপ্টটা
শ্রীরাম
কোনক্রমে হাতে পেয়ে গিয়েছিলেন !
রাম তাই তাঁর নিজের মতন করে
তাঁর জীবন গড়েন নি !
সেই স্ক্রিপ্টটির মতো
ঠোঁট মিলিয়ে মিলিয়ে
গলায় শব্দ করে করে
তাঁর নিজের জীবনের অভিনয়
তিনি নিজেই
এবং তাঁর ও রামায়ণের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সকলেও
সারা জীবন ধরেই করে গিয়েছিলেন !