শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

Forbidden Cave Paintings Of Ellora, India


Forbidden Cave Paintings Of Ellora, India

স্যালুট_কঙ্গনা_রানওয়াত।

 

 
 

দুর্গা অষ্টমীর শুভেচ্ছাবার্তা জানিয়ে বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমী একটি টুইট করেন যাতে তিনি লিখেছিলেন, 
”ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আগামী দিনে কোনও দুর্গার ভ্রূণহত্যা করতে না হয়, কোনও সরস্বতীকে স্কুলে যাওয়ার থেকে বঞ্চিত না করা হয়, কোনও লক্ষ্মী যেন অর্থের জন্য নিজের স্বামীর কাছেও হাত না পাতেন, কোনও পার্বতীকে যেন পণের বলি না হতে হয় এবং কোনও ‘কালী’ কে ফর্সা হবার ক্রীম মাখার দরকার যেন না পড়ে।”
 
হিন্দু দেবীদের নিয়ে এই টুইটের উত্তর দেন কঙ্গনা। 
তিনি বলেন, 
”দোয়া করুন এই ঈদে কোনও আয়েশা কে যেন ৬ বছর বয়সে বিয়ে না দেওয়া হয়, 
কোনও শাহবানু কে যেন আর তিন তালাকের কোপে না পড়তে হয়, 
কোনও মীনাকুমারী যেন ‘হালালা’র বলি না হয়, 
স্বামীর চতুর্থ স্ত্রী হিসেবে বাঁচতে না হয় যেন কোনও ফতিমাকে, 
জবরদস্তি বোরখা না পরতে হয় কোনও শেহলাকে, 
কোনও ইশরত যেন সন্ত্রাসবাদী না হয়ে যায় 
এবং কোনও মুমতাজকে ১৪টি সন্তানের জন্ম দিতে বাধ্য না করা হয়।”
 
শেয়ার করেছেন : - প্রণব কুমার কুণ্ডু



















প্রণব কুমার কুণ্ডু

Did Giants Build Lepakshi Temple in India? Evidence of Suppressed History


Did Giants Build Lepakshi Temple in India? Evidence of Suppressed History