শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮

সর্বনাশ ! ভারবর্ষের সর্বনাশ ! ভারতে সর্বনাশ ! ভারতের হিন্দুদের সর্বনাশ ! গোমাতা তোদের ! তোরাও কী গরুর ঘাস খাস ?


  সর্বনাশ ! ভারবর্ষের সর্বনাশ ! ভারতে সর্বনাশ ! ভারতের হিন্দুদের সর্বনাশ ! গোমাতা তোদের ! তোরাও কী গরুর ঘাস খাস ?


   ফেসবুক থেকে            শেয়ার করেছেন               প্রণব কুমার কুণ্ডু

শোনো হিন্দুগণ শোনো, ঘুমিয়ে ঘুমিয়েই শুনতে থাকো আর ভারতবর্ষ থেকে নিশ্চহ্ন হওয়ার জন্য তৈরি হও । কংগ্রেস আজ পরিষ্কার ঘোষণা করলো তেলেঙ্গানায় । কংগ্রেসের ঘোষণা, "কেবলমাত্র মুসলিমরাই সমস্ত সরকারী সুযোগ সুবিধা পাবে, কোনো অমুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন জরাথুষ্ট্রীয়ান ইত্যাদি কেউ কোনো সরকারী সুযোগ সুবিধা পাবে না এবং সরকারী চাকরির জন্য আবেদনও করতে পারবে না । মুসলিমরা সরকারী খরচে সমস্ত চিকিৎসার সুযোগ পাবে, সমস্ত মসজিদে বিনাখরচে আলো জ্বালাতে পারবে, মুসলিমরা উচ্চ শিক্ষা জন্য ছাত্র পিছু ২০লক্ষটাকা করে পাবে, অন্যরা নয় । এবং এই নিয়ম ক্রমশ সারা ভারতেই চালু হবে যদি কংগ্রেস ক্ষমতায় আসে ।"
মন্তব্যগুলি
Swapan Biswas Goutam jatokhkhon ghare dhuke maa,boner gaaye haat naa dichchhe tatokhhon hindu jagbe naa
পরিচালনা করুন
লাইক করুনআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর2ঘন্টা
Prantosh Paul চিন্তা নেই AVM বাক্সে জবাব পাবে
পরিচালনা করুন
লাইক করুনআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর1ঘন্টা
Bibhasish Sarkar কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে..
পরিচালনা করুন
লাইক করুনআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর1ঘন্টা
Pranab Kumar Kundu সর্বনাশ ! ভারবর্ষের সর্বনাশ ! ভারতে সর্বনাশ ! ভারতের হিন্দুদের সর্বনাশ ! গোমাতা তোদের ! তোরাও কী গরুর ঘাস খাস ?
পরিচালনা করুন
লাইক করুনআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর1মিনিট

Naihati Municipality Regional Diagnostic Centre






অভিযোগ

Inbox
x

Pranab Kumar Kundu pkkundu10@gmail.com

Wed, Aug 1, 10:50 AM
to cnaiheticm

Naihati Municipality
Regional Diagnostic Centre


গত ৩০/৭/১৮ তারিখে, আমি খাওয়ার পরের ব্লাড সুগার করতে রক্ত দিই।
পরের দিন ৩১/৭/ ১৮ তারিখে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে রিপোর্ট আনতে গিয়ে দেখি, আমার রিপোর্ট তৈরি নেই !
পরে জানতে পারি, আমার রক্তের নমুনা নাকি পরীক্ষা করাই হয় নি !
আমি বিরক্ত হই !
আপনাদের কর্মচারিরা কি যথাযথ ভাবে কাজ করছে ?

আমার অভিযোগ :
১) যিনি আমার বিল করেছিলেন, টাকা নিয়েছিলেন, তিনি কি তাঁর কর্তব্য  যথাযথ ভাবে পালন করেছিলেন ?
২) এ সময়ে ক্যাশ-কাউন্টারে কার থাকার কথা ?
৩) সময় হয়ে যাওয়া সত্ত্বেও, রক্ত নেবার লোকের দেখা নেই !
৩) বারবার তাগাদা দেবার পরে, রক্ত নেবার লোকের দেখা মিলল, রক্তও নিলেন।
৪) তারপর, আমার সেই রক্ত কি হল ?
৫) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সেই রক্ত কী পরীক্ষা করলেন ?
৬) কেন পরীক্ষা করলেন না ?
৭) আমার সেই রক্ত কি হল  ?
৮) আপনাদের কর্মচারিরা কি দায়িত্ববান ?

৯) যার ওপর আপনাদের পুরো সেন্টারের দেখভাল করার দায়িত্ব, তিনি কি তা পালন করেন ?

অভিযোগ জানালাম।
অভিযোগের ভিত্তিতে, কী ব্যবস্থাগুচ্ছ নিলেন, জানাবেন !

নমস্কার।

প্রণব কুমার কুণ্ডু
২২৩ মিত্রপাড়া রোড
নৈহাটি
১/৮/২০১৮