রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
Rudranil
Rudranil
Shared by Pranab Kumar Kundu
Chaitali Chowdhury Pinaki Chowdhury-এর সাথে।
·
এষা 'র থেকে পেলাম
সর্দার বল্লভভাই প্যাটেল
সর্দার বল্লভভাই প্যাটেল
শেয়ার করেছেন প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু
সূত্র :
সময় সংবাদ বিডি
সর্দার বল্লভ ভাই প্যাটেল যিনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী থাকাকালীন, ১৯৪৮ সালে গান্ধীহত্যার পর, আরএসএস এবং হিন্দু মহাসভাকে, নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।
আরএসএস সম্বন্ধে, তিনি বলেছিলেন, “terrorist organisation” এবং আরও বলেছিলেন, ” The activities of the RSS constituted a clear threat to the existence of the nation.”
অর্থাৎ, ঘুরিয়ে-ফিরিয়ে, আরএসএস-কে, দেশদ্রোহী হিসাবে, ঘোষণা করেছিলেন।
দুঃখের বিষয় সেই দেশদ্রোহী terrorist organisation এর একজন নেতা আজ ভারতের প্রধানমন্ত্রী।
এবং আরও দুঃখের বিষয় তারাই অন্যদের দেশদ্রোহী তকমা লাগিয়ে বেড়ায়।
আর সেই প্রধানমন্ত্রীই বল্লভ ভাই প্যাটেলের মুর্তি তৈরী করে পাবলিসিটি লুঠছেন।
এই সত্যটা উঠে এলে বিজেপি হয়তো খুশি হবে না, সেটা হল, সর্দার বল্লভভাই প্যাটেল, বাবরি মসজিদ আক্রমণের চরম বিরোধী ছিলেন।
১৯৪৯ এ প্রথমবার বাবরি মসজিদে আক্রমণের পর, সেন্ট্রাল ফোর্স দিয়ে বাবরিকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
সর্দার বল্লভ ভাই প্যাটেল, আজীবন কংগ্রেস-এর সাথেই যুক্ত ছিলেন, ও সংঘ-পরিবারের ঘোর বিরোধীও ছিলেন।
লেবেলসমূহ:
সর্দার বল্লভভাই প্যাটেল
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)