যজ্ঞের ঘি
গাভির দুধ, বাছুরকে খেতে না দিয়ে, তোমরা দুইয়ে নিয়েছ !
তা থেকে, বিশুদ্ধ গাওয়া ঘি বানিয়েছ !
সেই ঘি তোমরা নিজেরা খেয়ে্ছ !
অন্যদেরও খেতে দিয়েছ !
বিশুদ্ধ সুগন্ধি গাওয়া ঘি, তোমরা যজ্ঞতে ঢেলেছ !
পুড়িয়েছ !
যজ্ঞে ঘি ঢাললে, যজ্ঞের আগুন, আরো দীপ্তিবিশিষ্ট, উজ্জ্বল, তেজোময়, এবং শোভাময় হয় !
তবে, সেটা কি তোমরা ভালো করেছ ?
না মন্দ করেছ ?
মনে একটুও গ্লানি, কিংবা, পাপবোধ জাগে নি ?