রবিবার, ২৮ জুন, ২০২০

সাংখ্যতত্ত্ব ( সাত )


সাংখ্যতত্ত্ব ( সাত )











প্রণব কুমার কুণ্ডু



সাংখ্যতত্ত্বের দার্শনিকেরা পরিণামবাদী।
তাঁদের মতে, জগৎ হলো প্রকৃতির পরিণাম।
প্রকৃতি জগতের উৎপত্তির উপাদান ও মূল কারণ।
জগতের প্রত্যেক বস্তু ও জগতের প্রত্যেক বিষয়েরও মূল কারণ প্রকৃতি।

সৃষ্টির পূর্বে জগৎ প্রকৃতির মধ্যে অব্যক্ত অবস্থায় থাকে।
পুরুষের উপস্থিতিতে এবং অবস্থিতিতে, প্রকৃতি ও পুরুষের মধ্যে আবেশের ( induction ) মাধ্যমে, জগতের অভিব্যক্তি হয়।
তাই থেকে জগতের সৃষ্টি।