মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

চৈতন্যতত্ত্ব




চৈতন্যতত্ত্ব


আমার চৈতন্যতত্ত্ব অনাদি এবং মৌলিক।

অনাদি অর্থাৎ আদিহীন। কারণহীন। উৎপত্তিহীন। স্বয়ম্ভূ।

মৌলিকের ভেতরও মৌলিকতা আছে। মৌলিকত্ব আছে। মৌলিকতত্ত্বও  আছে।

মৌলিকের ভেতর,  অণীয়ান। অণুর চেয়েও ক্ষুদ্র। অনুতর। সূক্ষ্ম। সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম। সূক্ষ্মাতিসূক্ষ্ম। [ সংস্কৃতে, অণু + ঈয়স্ ]।

এর পরে করণ চৈতন্যতত্ত্ব। আরো সূক্ষ্ম, কারণ চৈতন্যতত্ত্ব। আরো সূক্ষ্ম, তা হবার নয়। সেটা কারণাতীত চৈতন্য বা কারণাতীত চৈতন্যতত্ত্ব।

সেটা তাহলে, শূন্য চৈতন্য। শূন্য চৈতন্য-এর আবার 'তত্ত্ব' হবে কি ভাবে ?

মৌলিকের ভেতর অণীয়ান। সূক্ষ্মাতিসূক্ষ্ম। কেবলমাত্র ওখানে, চৈতন্য-এর  'ফোটন' কণার স্পন্দন !

আমার হৃদয় তা কেবল অনুভূতিতে গ্র্হণ করতে সক্ষম !

আমার চৈতন্যের  চৈতন্যবোধ বিশ্ব জুড়ে পরিব্যাপ্ত !

আমার অনুভূতির তরঙ্গে তরঙ্গে তা তরঙ্গায়িত !

লিমেরিক-এর সংখ্যা তিনশো ছাড়িয়েছে !







     কবি প্রাবন্ধিক প্রণব কুমার কুণ্ডু'র ছবি 


লিমেরিক-ছড়াকার   প্রণব কুমার কুণ্ডু


লিমেরিক-এর সংখ্যা তিনশো ছাড়িয়েছে !

আমার 'লিমেরিক' কবিতার সংখ্যা এখন তিনশো  ছাড়িয়ে গেছে। আপনারা যাঁরা 'লিমেরিক' পড়তে ভালোবাসেন, তাঁরা দেখুন

http//pranabk.blogspot.com

Twitter.com/pkkundu10
Twitter.com/pkkundu101

Facebook.com/pkkundu10

Google+ pranab kumar kundu

Printerest


ধন্যবাদ !


প্রণব কুমার কুণ্ডু।

১৬।০২।২০১৭।


আমার বীজপুরুষ




আমার বীজপুরুষ


আমার বীজপুরুষ। আমার বংশ প্রবর্তক। আমার আদি পুরুষ।

তিনিই আমার ঈশ্বর। তিনিই আমার জগদীশ্বর।

আমার বীজপুরুষের বাইরে, আমার আর কোন ঈশ্বর, জগদীশ্বর, ঠাকুর-দেবতা, গুরু, পুরোহিত, তর্পণ,  শ্রাদ্ধ প্রভৃতি নেই।


আমার বীজপুরুষ।
আমার বংশপ্রবর্তক।
আমার আদিপুরুষ।
আমার আদিপুরুষই আমার ঈশ্বর।
আমার আদিপুরুষই আমার জগদীশ্বর।