শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

করেঙ্গে ইয়ে মরেঙ্গে


করেঙ্গে ইয়ে মরেঙ্গে



'করেঙ্গে ইয়ে মরেঙ্গে'র বার্তা ছিল, গান্ধিজির !
১৯৪২ সালের ৯ই আগস্ট,  ডাক দিয়েছিলেন, গান্ধিজি !
শেষ পর্ষন্ত, সরকারি দমননীতির প্রচণ্ডতা ও উপযুক্ত নেতৃত্বের অভাবে, 'ভারত ছাড়ো আন্দোলন' স্তিমিত হয়ে পড়ে !

গান্ধিজিকে অমর করতে, নাথুরাম গডসে বা অন্য কেউ কেউ, গান্ধিজিকে গুলি করেছিলেন !

নাথুরামের কাছে দু'টি গুলি ছিল ! কিন্তু গান্তিজির গায়ে, চারটি গুলি লেগেছিল !

গান্ধিজির জন্ম ২রা অক্টোবর ১৮৬৯ খ্রিস্টাব্দে, ইংরেজশাসিত ভারতে, গুজরাটের পোরবন্দরে।
মৃত্যু, ৩০শে জানুয়ারি ১৯৪৮ সালে, দিল্লিতে, স্বাধীন ভারতে !

শরিয়ত


শরিয়ত



ভারতের মত ধর্মনিরপেক্ষ দেশে,  'শরিয়ত' নামক কোন বিশেষ ধর্মসাস্ত্রের কোন ব্যাখ্যা, প্রথা, উপদেশ, বা. আইন, বৈধ হিসাবে, স্বীকৃত হওয়া কাম্য নয় !
একটা রাষ্ট্রের মধ্যে, একই ধরণের, একই প্রকার,  আইন, রাষ্ট্র-সম্মত ! এবং সংবিধানশাস্ত্র সম্মত !

ভারত সরকার, কি নতুন কিছু ভাবছেন ?

শরিয়ত।
আরবি ভাষায়,  'শরিয়ৎ'।