চাঁদের সামনের দিকের একগুচ্ছ ছবি। কোনোটাই চাঁদের পেছন দিকের ছবি নয় ! |
চাঁদের পেছন দিক
চাঁদের পেছন দিক অন্ধকার নয়।
সামনের দিকের চাঁদের মতোই সূর্যের আলোয় আলোকিত।
পৃথিবী থেকে চাঁদের পিছন দিক আমরা দেখতে পাই না।
চাঁদের পেছন দিকের প্রথম ছবি পাওয়া যায় সোভিয়েত আকাশযান 'লুনা-৩' থেকে। দিনটা ছিল ১৯৫৯ সালের ৭ই অক্টোবর।
মানুষের চোখে চাঁদের পেছন দিক প্রথম সরাসরি দেখা হয়, আমেরিকার 'অ্যাপোলো-৮' মিশনের চন্দ্রযান অভিযান থেকে।
তিনজন অভিযাত্রী সেই চন্দ্রযানে ছিলেন। সেটা ১৯৬৮ সলের ২১শে ডিসেম্বরের অন্যতম বলার মতো ঘটনা। অভিযাত্রীরা চাঁদের কক্ষপথ পরিভ্রমণের সময়, চাঁদের পেছন দিকটা দেখেন।