বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

Online Coaching

 

Online Coaching up to Class Twelve

In Bengali
In History
In Geography

Qualification :
B A ( Honours in Bengali )
M A ( in Bengali )
both from University of Kalyani, Kalyani, Nadia.

Contact :
7003921812
9681515865

যজ্ঞ

 

যজ্ঞ

শেয়ার করেছেন : প্রণব কুমা কুণ্ডু






সামবেদী যাজক: এই যাজকরা সামগীত করতেন। এই যাজকদের প্রধানকে বলা হতো উদ্‌গাতা।
যজ্ঞের জন্য বিশেষ বেদী তৈরি করা হতো। একে বলা হতো যজ্ঞবেদী। এক বর্গহাত পরিমিত জায়গায়, এক হাত উঁচু মাটির দেওয়াল তুলে একটি কুণ্ডু তৈরি করা হতো। এই দেওয়াল ঘিরে কয়েকটি ধাপে সিঁড়ির মতো দেওয়াল দেওয়া হতো। এই বেদীর উত্তর দিকে যাজকরা বসতেন। বেদীর দিন দিকে তিনটি অগ্নিস্থাপনের বিধি ছিল। এর পশ্চিমে থাকতো গার্হপত্য অগ্নি, পূর্বদিকে আহ্বনীয় অগ্নি এবং দক্ষিণে থাকতো দক্ষিণাগ্নি। এর ভিতর গার্হপত্য অগ্নিকে যজমানের প্রতিনিধি-রূপে কল্পিত হত। আর আহ্বনীয় অগ্নি ছিল দেবতাদের জন্য। অবশিষ্ট দক্ষিণাগ্নি ছিল পিতৃগণের জন্য।
শমীবৃক্ষে পরগাছার মতো যে সকল অশ্বত্থ গাছের চারা জন্মাতো, তারই কাঠ দিয়ে যজ্ঞের অরণি তৈরি করা হতো। অরণিদ্বয়ের ঘর্ষণে অগ্নি উৎপাদনের প্রক্রিয়াকে বলা হতো অগ্নিমন্থন। যজ্ঞের জন্য অগ্নিমন্থনের আগে একটি ঘোড়া এনে রাখা হতো নিয়ম অনুসারে। যজমান একটি অরণি হাতে নিয়ে বসতেন। অপর অরণি প্রথমে যজমানের পত্নী। এরপর অর্ধ্বর্যু (যজুর্বেদী ব্রাহ্মণ) যজমান পত্নীর কাছ থেকে অরণি নিয়ে যজমানের সাথে অরণিদ্বয়ের ঘর্ষণ করতেন। এই সময় যজমান পত্মী একটি মাটির পাত্রে গোবরের খুঁটি নিয়ে আগুন গ্রহণ করার জন্য অপেক্ষা করতেন। আগুন ঘুঁটেতে গ্রহণ করার পর, যজমান ফুঁ দিয়ে আগুনকে প্রজ্জ্বলিত করতেন। এই আগুন দিয়ে অর্ধ্বর্যু গার্হপত্য অগ্নি জ্বালাতেন। এই সময় প্রধান যাজক সামগান করতেন। এরপর গার্হপত্য অগ্নি থেকে আহ্বনীয় অগ্নি ও দক্ষিণাগ্নি প্রজ্জ্বলিত করতেন। এই তিনটি স্থানে অগ্নি প্রজ্জ্বলনের পর, প্রধান যাজক তিনবার সামগান গাইতেন।
অগ্নিকে বলা হয় দেবতাদের মুখ। অগ্নিমুখে দেবতারা যজ্ঞভাগ গ্রহণ করতেন।
যজ্ঞের বর্ণানুক্রমিক তালিকা
অগ্নিষ্টোম, অশ্বমেধ, আয়ুষ্টোম, ইষ্টিযজ্ঞ, গোষ্টম, জ্যোতিষ্টোম, দেবযজ্ঞ, পুত্রেষ্টি, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, রাজসূয়যজ্ঞ।
২. হিন্দু পৌরাণিক কাহিনি মতে– রুচির ঔরসে সায়ম্ভুব মনুর অন্যতমা কন্যা কাকুতি'র গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। ইনি তাঁর আপন বোন দক্ষিণাকে বিবাহ করেছিলেন। এঁর ঔরসে এবং দক্ষিণার গর্ভে যম নামে খ্যাত ১২টি পুত্র জন্মে।
1 জন, দাঁড়ানো এবং আউটডোর-এর একটি ছবি হতে পারে
64
7টি কমেন্ট
লাইক করুন
কমেন্ট করুন