সীতার বনবাস
প্রণব কুমার কুণ্ডু
বিবাহের পূর্বে সীতা, তাঁর পিতৃগৃহে থাকাকালীন, ব্রাহ্মণদের কাছ থেকে শুনেছিলেন, যে তাঁকে বনে বাস করতে হবে !
সুতরাং বনবাস ছিল সীতার অবশ্যম্ভাবী নিয়তি !
সেটা ছিল ব্রাহ্মণদের ভবিষ্যদ্বাণী !
পিতৃগৃহে লক্ষণরেখাবিদ ব্রাহ্মণদের ভবিষ্যদ্বাণী শুনে, তখন থেকে সর্বদাই সীতা বনবাসের জন্য ভীষণ উৎসাহী ও উদ্গ্রীব ছিলেন !
সীতার ক্ষেত্রে সেটা ফলেছিলও !
সূত্র : 'শ্রীমদ্বাল্মীকীয় রামায়ণ', পৃষ্ঠা ২৬২, শ্লোক সংখ্যা ৮ ও ৯, গীতা প্রেস।