মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

শপথ অনুষ্ঠানে ঈশ্বর আল্লা

এবারে ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। স্থান নির্বাচন  ছিল খুবই ব্যতিক্রমী ঘটনা।

আমি সরাসরি মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জির শপথ নেওয়ার অনুষ্ঠান দেখছিলাম।

আমি টিভিতে যতদূর দেখেছি এবং টিভিতে যতদূর শুনেছি, আমার বুদ্ধি জ্ঞান এবং বিবেক অনুষায়ী, সেই সময়ের কার্যকরী মুখ্যমন্ত্রী এবং নতুন ভাবী মুখ্যমন্ত্রী, তাঁর শপথ নেওয়ার সময়,  প্রথমে একবার ঈশ্বরের নামে শপথ নিলেন, পরক্ষণেই আবার আল্লার নামে শপথ নিলেন, বা আল্লার নামেও শপথ নিয়ে ফেললেন !

কিংবা, একবারই শপথ নিলেন, এবং সেই শপথ নেওয়ার সময়ের মধ্যে, যথারীতি ঈশ্বরের নামে শপথ নিলেন, এবং পরবর্তীতে, সাথেসাথেই, সম্ভবত ভবিষ্যতের মুসলিম ভোট সংহত করার জন্য, আল্লার নামেও শপথ নিলেন !

একজন মানুষের নিশ্চয় একটা ধর্মীয় সত্তা থাকে। সেই হিসাবে তিনি শপথ নিতেই পারেন। কিন্তু যদি ধরে নিই, শ্রীমতী মমতা ব্যানার্জি একজন হিন্দু 'মহিলা', তবে কি তিনি আল্লার নামে শপথ নিতে পারেন ? এভাবে শপথ অনুষ্ঠানকে প্রহসনে
পরিণত করতে পারেন ?

একজন হিন্দু রমণী আল্লার নামে এভাবে শপথ নিলে, মুসলমানরা এবং বিপ্লবী মুসলমানেরা তাতে অসন্টুষ্ট হবেন নাতো ?

আর ব্যাপারটি কি আসাংবিধানিক হয় না ?

তাহলে ঐ শপথ অনুষ্ঠান বাতিল করে, পুনরায় শপথ নেওয়ানোর ব্যবস্থা করা হোক !

পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহোদয়, ভারতের রাষ্ট্রপতি মহাশয়, ভারতের প্রধানমন্ত্রী মোদিজি এবং ভারতের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রণব কুমার কুণ্ডু।

আমার গদ্যরচনার সূচি