বুধবার, ২ আগস্ট, ২০১৭

ওম্


ওম্



রক্ষণ অর্থক 'অব্' ধাতুর উত্তর-এ 'মন্' প্রত্যয় যোগ করে, আমরা 'ওম্' শব্দটি পাই !
'ওম্'-এর অর্থ,  যিনি রক্ষা করেন !
'ওম্' যিনি-তিনি হতে পারেন !
আবার ঈশ্বর,  দেব-দেবী, ভগবান, পরমেশ্বর,  এঁরাও হতে পারেন !
অাবার,  আপনি,  বা আপনার স্ত্রী,  বা আপনার স্বামী,  কেউ যদি একে-অন্যকে,  রক্ষা করেন,  তবে তিনিও,  বা আপনিও, 'ওম্' !

'ওম্' = ওঁ !
প্রণব বা সকল মন্ত্রের আদ্যবীজ !
সকল মন্ত্রের ভিত্তিভূমি !
ঈশ্বরবাচক ধ্বনি !
ঈশ্বরবাচক শব্দ !
ঈশ্বরবাচক চিহ্ন !
ব্রহ্মের শব্দপ্রতীক !
বিষ্ণু-শিব-ব্রহ্ম-আত্মক বীজমন্ত্র !
অব্ ( রক্ষা করা ) + ম্ কর্তৃ ।

অথবা
অ ( বিষ্ণু ) + উ ( শিব ) + ম্ ( ব্রহ্মা )। সমাহার দ্বন্দ্ব সমাসে সন্ধি করে, পদটি নিষ্পন্ন করা হয়েছে !

গায়ত্রী ২


গায়ত্রী ২



গায়ত্রী।
ত্রিপদাদেবী !

গায়ত্রী
ত্রিপাদমন্ত্রবিশেষ !

গল্পে আছে, এই ত্রিপদাদেবী,  ব্রহ্মার পত্নী হয়েছিলেন !

একদিন ব্রহ্মা,  তাঁর যজ্ঞ কার্যের সমাধার জন্য, পত্নী সাবিত্রীদেবীকে আনবার জন্য,  ইন্দ্রদেবতাকে পাঠান।

সাবিত্রীদেবী,  সেই সময়ে,  ঘরের কাজে ব্যস্ত ছিলেন ! তিনি আসতে পারেন নি !


সেই জন্য,  ব্রহ্মা,  পুনরায় বিবাহ করতে মনস্থ করেন !


নতুন কন্যা আনবার জন্য,  ব্রহ্মা,  দেবরাজ ইন্দ্রকে পাঠান !


ইন্দ্র খুঁজেপেতে,  এক গোপ কন্যাকে সঙ্গে করে নিয়ে আসেন !

ব্রহ্মা তাঁকে বিবাহ করেন !

অতঃপর বহ্মা, তাঁর যজ্ঞ কার্য  সমাপন করেন !

সেই গোপকন্যাই, গায়ত্রী !



গায়ত্রী গোপ কন্যা ছিলেন ! সেই গোপ কন্যাকে,  ব্রহ্মা,  বিবাহ করেছিলেন !



সু-৪৪৪/৩

গায়ত্রী


গায়ত্রী


গায়ত্রী।
বেদমাতা !
সন্ধ্যা-আহ্নিক প্রভৃতিতে জপা ত্রিপাদ মন্ত্রবিশেয !

ওখানেই নয় শেষ !
গায়ত্রী ছন্দমাতা !
গায়ন্ত্রী বৈদিক ছন্দ !

গায়ত্রী মন্ত্র---
" তৎ সবিতুর্বরেণং ভর্গো বেদস্য ধিমহি।
ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। '

সূত্র : ঋগ্বেদ ৩.৬২.১০।

তবে দেখি, গায়ত্রীর গায়ন পদ্ধতি, উচ্চারণ পদ্ধতি, এখন, যার যার নিজের মতন !