শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

সদ্‌বিপ্র সমাজ ! সমাজ বিপ্লবী !


সদ্‌বিপ্র সমাজ !  সমাজ বিপ্লবী !



" যারা এগিয়ে চলতে পারে না,
হাঁটতে পারে না,
তারা তো জীবন্ত শব,
তাদের স্থান মানুষের সমাজে নয়-
শ্মশানভূমিতে। "

যারা বলছেন, তাঁরা, " সদ্‌বিপ্র সমাজ " !
তাঁরা, পড়ুন নামাজ !

যারা বলছেন, তাঁরা, " সমাজ বিপ্লবী "।
তাঁরা বরং, সমকালীন "নবি" !

আপ্ত


আপ্ত



আপ্ত।
প্রাপ্ত। লব্ধ। অধিগত।
বিশ্বস্ত। প্রত্ত্যয়িত। হিত।
কুশল। নিপুণ। যোগ্য।
যথার্থজ্ঞানযুক্ত। ভ্রমপ্রমাদরহিত।
ক্ষীণদোষও রহিত।

প্রামাণিক ! ন্যায্য !



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ২৮৭।

অযোনি


অযোনি



অযোনি !
যার উৎপত্তিস্থল নেই !
অনাদিকারণ !
অজন্য।
নিত্য।
অ-গর্ভসম্ভুত।
আদিম।

পদ্মযোনি ব্রহ্মা !
স্বয়ম্ভূ শিব !
অযোনিজ বিষ্ণু !
অযোনিজা। যজ্ঞভূমিজাতা সীতা ! প্রভৃতি !

অযোনি।
যোনিভিন্নস্থান।
মুখ ইত্যাদি !

অযোনি। মন থেকে, অর্থাৎ মানস ইত্যাদি থেকে,  জাত ! যেমন 'মনু' প্রভৃতি !
           কেবল নিজ বীর্যে, উৎপন্ন ! ভরদ্বাজের পুত্র, অযোনিসম্ভবা !



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ১৭৭।

শিষ্য স্বামী বিবেকানন্দকে শিব ভেবে ধুতরো ফুল দিয়ে পুজো করলেন !


শিষ্য স্বামী বিবেকানন্দকে শিব ভেবে ধুতরো ফুল দিয়ে পুজো করলেন !



শিষ্য শ্রী শরচ্চন্দ্র চক্রবর্তী, স্বামিজিকে, মহাশিবের অধিষ্ঠান চিন্তা করে, ধুতুরা ফুল দিয়ে, ঠাকুর রামকৃষ্ণের পূজার বাসনে, স্বামিজির দুই পা রেখে, স্বামিজিকে, আগ্র্হ, যত্ন ও শ্রদ্ধা জানিয়ে, আন্তরিক ভাবে পূজা করলেন !

মঠের অন্যান্য শিষ্যেরা, তা, খুশিমনে মেনে নিলেন !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ১২০।

অয়মাত্মা ব্রহ্ম !


অয়মাত্মা ব্রহ্ম !



আমি নিত্যকালের ব্রহ্ম !

আমিই কালজয়ী ব্রহ্ম !

আমার আত্মার প্রভায় এবং  প্রত্যয়ে, আমার আত্মা,  আপনিই,  আপনাআপনিই,  নিজে নিজেই,  উদ্ভাসিত হন !

যখন অখণ্ডচেতন আত্মায়,  আমার মনের  'লয়'   হয়ে যায়,  আমার মন,  আমারই আত্মায়,  কেমন করে জানিনা,  হারিয়ে যায়,  তখন আমি নিজেই,  'অয়মাত্মা ব্রহ্ম',  এবং, পুরোপুরি হয়ে যাই !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ১০২।