রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

হাস্যকৌতুক ( গদ্যরচনা )



হাস্যকৌতুক  ( গদ্যরচনা )


অভিকর্ষ

সংসদের বাংলা-বাংলা অভিধানে

"ভূকেন্দ্রাভিমুখে

জড় পদার্থের

অাকর্ষণ"

gravitational
attraction  ( বি. প ) ।

বিশ্ববিদ্যালয়ের পরিভাষা।



সংসদের অভিধান

অনুযায়ী

জীব পদার্থের

আকর্ষণ নয় !



তাহলে তো

কেউ ছাদথেকে

পড়ে যাবেন

না !



কেউ ছাত থেকে

পড়ে গিয়ে

আত্মহত্যাও

করতে পারবেন

না !


সকলের কাছে বিনম্র নিবেদন

সাপ্তাহিক বর্তমান, আমার 'প্রচ্ছদ প্রবন্ধের জন্য', পত্রিকার 'লেখকের কপি' এবং 'সম্মান দক্ষিণা' দেয় নি !



গত ১৬ই আগস্ট ২০১৪ সালের 'সাপ্তাহিক বর্তমান'-এ প্রকাশিত আমার প্রচ্ছদ প্রবন্ধ সম্বন্ধে আপনাদের সকলকে জানাচ্ছি।

পত্রিকাটির  'লেখকের কপি'  আমাকে পাঠানো হয় নি। 
 
ঐ প্রবন্ধটির জন্য আমার 'সন্মান-দক্ষিণা'ও  দেওয়া হয় নি।

আমি, সে ব্যাপারে, 'সাপ্তাহিক বর্তমান কর্তৃপক্ষ',
 
'বর্তমান গ্রুপ কর্তৃপক্ষ', 
 
পশ্চিম বঙ্গের পুলিশ,
 
পশ্চিম বঙ্গের সরকারি প্রশাসন, 
 
এবং আমার পাঠক-পাঠিকা সহ, 
সমুদায় মানুষ, 
 
অন্যান্য লেখক-লেখিকাদের, 
 
এবং  আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

ঐ পত্র্রিকার একটি কপি ও আমার সম্মান-দক্ষিণা দেওয়া হোক, এই দাবি, এখনো জানাচ্ছি।

উক্ত প্রবন্ধটি ছিল একটি ফরমায়েশি ( অর্ডারি ) প্রবন্ধ।

নমস্কার।

প্রণব কুমার কুণ্ডু ২৫/২ /২০১৬ ।

২২৩ মিত্রপাডা রোড
নৈহাটি,উত্তর ২৪ পরগনা, পিন ৭৪৩১৬৫ ।

ফোন ০৩৩ ২৫০২ ৩৮৭৮ ।