বেদ শ্রুতি স্মৃতি পুরাণ
বেদ
শ্রুতি
স্মৃতি
পুরাণ
এগুলো হিন্দু ধর্মাবলম্বিদের ধর্মশাস্ত্র !
তবে স্মৃতি
পুরাণ
বেদের মতন প্রামাণিক নয় !
যেখানে শ্রুতি
ও স্মৃতির বক্তব্যের মধ্যে
কোন বিরোধ উপস্থিত হয়
সেখানে শ্রুতির মতই গ্রাহ্য হয় !
* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ১২০।