শনিবার, ২৫ মার্চ, ২০১৭

ধেনু


ধেনু



স্বর্গের কামধেনু অভীষ্টদায়িনী গাভি !
তার কাছে যার যা প্রার্থনা, সে সব প্রার্থনা পূর্ণ হয় !
কামধেনু, কামপ্রদা ধেনু। সুরভিসূতা রোহিণীর কন্যা !
পিতা শূরসেন !
পুত্র শিববাহন বৃষ !
সুরভি, যাবতীয় চতুস্পদ জন্তুর জননী !
রোহিণী। লোহিত বর্ণের গবী !

বশিষ্টধেনু, নন্দিনী বা শবলা। ওটিও কামধেনু !
নন্দিনী। অর্থ,আনন্দয়িত্রী।
শবলা। বিচিত্রবর্ণা। নানা বর্ণযুক্ত। কর্বুর। বিচিত্র।

সুরভি, রোহিণী, নন্দিনী বা শবলা, কপিলা, এরা সব কামধেনু !

ধেনু। নবপ্রসূতা বা দুগ্ধবতী গাভি !