শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

স্বপ্ন


স্বপ্ন


আমরা  প্রতিরাতে একাধিকবার স্বপ্ন দেখি !

তবে বেশির ভাগ স্বপ্নই ঘুম ভাঙার আগেই মন থেকে মুছে যায় !

কিছু স্বপ্ন ঘুম ভাঙার পরেও মনে থাকে !

স্বপ্ন দেখার সময় চোখ পিটপিট করে !

কেউ কাউকে ঘুমোতে ঘুমোতে চোখ পিটপিট করছে দেখলে, ওটাকে যেন অসুখ বলে না ধরে !

পিটপিট করা।
দ্রুত ও বারবার,  চোখ খুলে এবং চোখ বন্ধ করে,  দেখার ভাব !



* সূত্র : 'তত্ত্বমসি', শ্রাবণ ১৪২৩, পৃষ্ঠা ২৯।