বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

ষষ্ঠীপূজা


ষষ্ঠীপূজা


ষষ্ঠীপূজা ষষ্ঠীদেবীর পূজা !

জাতকের জন্মের ষষ্ঠ দিনে অনুষ্ঠেয়,  শিশুর জন্য,  পরিবারের সকলের মঙ্গলকর্ম !

ষষ্ঠীদেবী, সন্তানের রক্ষাকারিণী দেবী !

ষষ্ঠীতলা, বারোয়ারি ষষ্ঠীপূজার স্থান !

শিশুর জন্মের ষষ্ঠ দিনে, ষষ্ঠীপূজা করে, রাতে 'জাগরণরূপ' আচার/ব্রত পালন করা হয় !

প্রসিদ্ধি, ঐ দিন রাতে সূতিকাগারে বিধাতা স্বয়ং এসে, শিশুর কপালে,  শিশুর ভবিষ্যৎ ভাগ্যফল লিখে দেন !

সেইজন্য রূপক হিসাবে সূতিকাগারে কালি কলমও  রাখা হয় !

জাগরণ আচার/ব্রত থাকায়, নারীরা দেখতে চান, 'বিধাতা' সত্যিই এলেন কি না !

বিধাতা তো কপাল লিখন লিখলে, 'সংস্কৃত'তেই  লিখবেন !

অন্যদের তা বোঝবার ক্ষমতা চাই !

তা ছাড়া, বিধাতার হাতের লেখাও বুঝতে পারা চাই !

যেহেতু শিশুর জন্ম, তাই পুরো মাস ধরেই,  পুরো বছর ধরেই, ষষ্ঠীপূজা হয় !

ষষ্ঠীপূজায় 'বামুন' লাগে !

বামুন ঘন্টা নাড়িয়ে, মন্ত্র পড়ে, ষষ্ঠীপূজা সারেন ! 'শান্তিজল' ছিটিয়ে সকলকে 'শুদ্ধ' করেন !

বামুনের রোজগারপাতি হয় !

শিশুর মঙ্গলের জন্য, শিশুর জন্মের ষষ্ঠদিন ও একুশদিনের মাথায়, ষষ্ঠীপূজা করার বিধান আছে !

ষষ্ঠীর বাহন বিড়াল !

ষষ্ঠীপূজার দিন, ষষ্ঠীদেবীর বাহন বিড়ালকেও  দুধ-ভাত খেতে দেওয়া হয় !

ষষ্ঠীদেবীকে, অনেকে 'ষষ্ঠীবুড়ি'ও বলেন !

ষষ্ঠীর কৃপা, সন্তান লাভ !



*  সূত্র  'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ২০৭২।