শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

মহর্ষি পতঞ্জলির নামে ব্যবসা হচ্ছে !

মহর্ষি পতঞ্জলির নামে ব্যবসা হচ্ছে !



মহর্ষি পতঞ্জলির নামে ব্যবসা হচ্ছে !

মহর্ষি পতঞ্জলি একজন যুগসিদ্ধ পুরুষ !
অনেকের কাছে তিনি ভগবান !
পতঞ্জলির অনেক ভক্ত বিদ্যমান !
তাঁরা এ ব্যাপারে অসন্টুষ্ট !

আমি রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি !

মনে আছে, একসময়ে 'সুলেখা' কালির দোয়াতের বাক্সের মধ্যে, একটা কার্ডে, গান্ধিজির বুকজোড়া ছবি থাকত !
সরকারি হস্তক্ষেপে, সুলেখার মালিক পক্ষ, সেই ছবি তুলে নিতে বাধ্য হয়েছিল !

আমি চাইব,পতঞ্জলির নামে, ব্যবসা করা বন্ধ হক !

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, এই ব্যাপারে, এক হক !

জগাদা-সুবলদা'র গল্প !

জগাদা-সুবলদা'র গল্প !



জগাদা আর সুবলদা ছিল আত্মাআত্মি বন্ধু।
সুবলদা ছিল চালাক ধূর্ত !
জগাদা সাদা-সিধে ! সরল।  অনাড়ম্বর !

সুবলদা সারা গায়ে পাউডার মাখত।
তাই দেখে জগাদা হাসত !
দুজনেই ছিল 'মালু' !
রোজ সন্ধ্যের পরে, 'ধাবা'য় বসে একসাথে 'মাল' খেত !

জগাদার তলপেট-টা ছিল ঢালু !
ওখানে 'মাল' জমতো না !
পেচ্ছাবের সাথে তাড়াতাড়ি বেরিয়ে যেত !
ফলে জগাদা মাতলামি একদমই করত না !
জগাদা ছিল ভালোমানুষ। খুব-ই ভালো মানুষ !  সবসময় হাসিখুশি থাকত ! মাঝে মাঝে বৌ-এর কথা, মানে আমাদের 'বৌদির' কথা, বলত ! মেয়ের কথা বলত ! মায়ের কথা বলত !

সুবলদা মদের সাথে 'ট্রানকুলাইজার' মিশিয়ে 'মাল' খেত ! ফলে সুবলদার নেশা বেশি হত ! মাতলামি করত ! সুবলদার পা টলমল করত ! বমি করত !
জগাদা সুবলদাকে ধরত ! শুশ্রূষা করত ! ধরে ধরে 'রেস্ট হাউসে', রিক্সা করে  ফিরিয়ে নিয়ে আসত !

জগাদা অনেক বছর হল মারা গেছে ! শেষের দিকেে খেতে পেত না ! স্কুলের দিদিমণির চাকরি করা 'বৌ'-এর সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল ! শরীর-স্বাস্থ্য ভেঙ্গে পড়েছিল ! জগাদার কথা শুনলে, জগাদার জন্য এখনো কষ্ট হয় !

সুবলদার কথা জানি না ! লিভার 'সিরোসিস'-এ ভুগেছে কিনা, জানিনা ! 'পারকিনসোনিজম'-এ ছোবল বসিয়েছে কিনা  জানিনা ! বেঁচে আছে কিনা, তাও জানিনা ! বেঁচে থাকলে, আমার এই লেখাটা দেখলে খুশি-ই হবে !
জগাদা-সুবলদা দুজনের সাথেই ছিল আমার ভালো সম্পর্ক !

আত্মবীজ নষ্ট !

আত্মবীজ নষ্ট !



ভগবদ্ গীতায়, অষ্টম অধ্যায়ের, অষ্টম ও দশম শ্লোকে, অধিযজ্ঞ-এর উপাসনার ফল, বলা হয়েছে , পরম দিব্যপুরুষ প্রাপ্তি !
অধিযজ্ঞ-  যজ্ঞাধিষ্ঠাত্রী,  অর্থাৎ যজ্ঞ অধিষ্ঠাত্রী, অর্থাৎ, যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা। যেমন, কৃষ্ণ, বিষ্ণু। 'অধিষ্ঠাত্রী' শব্দটা কিন্তু, ' আধিষ্ঠাতা' শব্দটির, স্ত্রী লিঙ্গ ! অধিষ্ঠাতা শব্দের অর্থ, অবস্থানকারী, অধিষ্ঠান করে, এমন ! দিব্য কথাটির অর্থ, 'স্বর্গীয়'। দিব্যপুরুষ, স্বর্গের দেবতা। 'পরম দিব্যপুরুষ' বলতে বোঝায়, অনেক উঁচু দরের দেবতা ! যেমন, কৃষ্ণ স্বয়ং, বা কৃষ্ণের প্রায় সমতুল্য, ভগবান বিষ্ণু !
গীতার অষ্টম অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে বলা হয়েছে, পরম অক্ষর নির্গুণ ব্র্‌হ্মের উপাসনার ফল, পরম গতি প্রাপ্তি ! অর্থাৎ, ব্রহ্মপ্রাপ্তি !
অষ্টম অধ্যায়ের চতুর্দশ শ্লোকে বলা হয়েছে, সগুণ সাকার ভগবান স্রীকৃষ্ণের উপাসনার ফল, ঈশ্বর লাভ !


ঈশ্বর প্রাপ্তির পর আর পুনর্জন্ম হয় না !
অর্থাৎ, আত্মবীজ কোন অবস্থাতেই, আর অঙ্কুরোদ্গম ( অঙ্কুর-এর উদ্‌গম ) হয় না !
ঈশ্বর নিজেই তা বীজতলায় ছড়াতে পারেন না !
জলছেচনও করতে পারেন না !
নিষেক করাতে পারেন না !
প্রকৃতিও সহযোগিতা করে না !
সূর্যও আলো দেয় না !
ফলে আত্মবীজের বীজ, তার আধার, সব নষ্ট হয়ে যায় !