বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

'প্রণব কুমার কুণ্ডুর গদ্যরচনা'

গদ্যে,  ব্লগ-এ, নতুন অধ্যায় শুরু করেছি। ' প্রণব কুমার কুণ্ডুর গদ্যরচনা '। ' প্রণব কুমার কুণ্ডুর কবিতা ', ২০১০ সাল  থেকে চলছে। 'গুগুল'-এর তথ্য অনুযায়ী, এর মধ্যে 'কবিতায়', এবং কবিতাসংক্রান্তবিষয়ে, পনের হাজারেরও  বেশি, 'পৃষ্ঠাদর্শন' হয়ে গেছে ! কবিতা এবং কবিতাসম্বন্ধনীয় পোস্টগুলো  একহাজার ছাড়িয়েছে ! উনত্রিশটি দেশের পাঠক-পাঠিকারা সেই 'পৃষ্ঠাদর্শন' করেন ! তাঁদের তো ধন্যবাদ দেবই, আপনারাও আমার কবিতাগুলো পড়ুন, মন্তব্য করুন, মতামত দিন !
আমার গদ্যরচনা, সবে, কয়েকদিন হল শুরু হয়েছে। গদ্যরচনাও দেখুন। পড়ুন। ফেসবুকে এবং ট্যুইটারে যোগসূত্র
(  লিংক  ) থাকছে।
 গুগুলের তথ্য অনুযায়ী, গদ্যরচনায় পোস্ট আছে, এখন পর্যন্ত মাত্র এগারোটি ;  মোট 'পৃষ্ঠাদর্শন' হয়েছে চারশোর কিছু বেশি। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং আয়ারল্যান্ড, এই চারটি দেশ থেকে এখন 'পৃষ্ঠাদর্শন' হচ্ছে !
 
এখন Google+ এও আমার কিছু কবিতা এবং  কিছু গদ্যরচনা দেখতে পাবেন !  Search করবেন, ইংরেজিতে, 'pranab kumar kundu' হিসাবে। 

ধন্যবাদ !
নমস্কার !

প্রণব কুমার কুণ্ডু।

বাড়ির ঠিকানা :
২২৩ মিত্রপাড়া রোড
নৈহাটি
উত্তর ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ
ভারত
পিন ৭৪৩১৬৫।


অন্য ঠিকানাগুলি :
গদ্যরচনার জন্য  pranabk2.blogspot,com

কবিতার জন্যে    pranabk.blogspot.com

Twitter             Twitter.com/pkkundu10

Facebook        Facebook.com/pkkundu10

Email               pkkundu10@gmail.com

Phone              91 033 2502 3878

Mobile             91 8017435180                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

শরভ

 শরভ
   রভ। শরভ মৃগবিশেষ। একেবারে মহামৃ্গ ! পৌরাণিক মৃগ ! তার আটটি পা ! অষ্টপাদ মৃগ। তার চোখ আবার ওপরের দিকে। আকাশের দিকে ! ঊর্ধ্বনয়ন ! সেই মহামৃগ আবার সিংহের চেয়ে বহুগুণে বলবান ! সেই মৃগ সিংহঘাতী। তবে ঐটি পুরাণ কথিত কাল্পনিক মৃ্গ ! গল্প এইভাবেই এগিয়েছে।
কিন্তু এই শরভ মহামৃগের উল্লেখ আছে, শুক্লযজুর্বেদে, অথর্ববেদে, সংস্কৃত রামায়ণে, মহাভারতে, ঋতুসংহারে, কবিকঙ্কণ-চণ্ডীতে, শ্রীধর্মমঙ্গলে !

শরভ মহামৃগকে আবার 'মহাসিংহ'ও বলা হত !

বেদ, হিন্দুদের প্রাচীনতম অপৌরুষের শাস্ত্রগ্রন্থ ও সাহিত্য। বেদ, ঋক্ সাম যজুঃ ও অথর্ব, এই চার ভাগে বিভক্ত। প্রত্যক্ষ এবং অনুমানের ওপর নির্ভর করে, বেদে, অধিগম্য এবং অনধিগম্য জ্ঞান বিধৃত আছে। চার বেদের মধ্যে, দুই বেদে, শুক্লযজুর্বেদে ও অথর্ববেদে, শরভ-এর কথার উল্লেখ আছে ! শুক্লযজুর্বেদের অন্য নাম, বাজসনেয়িসংহিতা।
রামায়ণ, মহাকবি বাল্মীকি রচিত শ্রীরামচন্দ্রের জীবনবৃতান্তমূলক সংস্কৃত মহাকাব্য। শরভ-এর কথা আছে অন্য আর এক সংস্কৃত রামায়ণে, সেটা কাশীনাথ পাণ্ডুরঙ্গ পরব-এর সংস্কৃত রামায়ণ।

মহাভারত, মহর্ষি বেদব্যাস রচিত কুরুপাণ্ডবদের কাহিনিসংবলিত মহাকাব্য। মহাভারত এক অতি বিস্তৃত কাহিনি ! মহাভারতে গল্পও আছে। যেমন, শরভ-এর গল্প ! তাতে কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যায় নি !
ঋতুসংহার, মহাকবি কালিদাসের কাব্য। ওখানে ঋতুবর্ণনপরম্পরা আছে ! সেখানেও শরভ !
চণ্ডী, দুর্গার রূপবিশেষ।  কবিকঙ্কণের চণ্ডীতেও, শরভ !
ধর্মমঙ্গল, ধর্মঠাকুরের মাহাত্ম্যবর্ণনাপূর্ণ গ্রন্থ। ধর্মঠাকুর, বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব ! মাণিক গাঙ্গুলি বিরচিত, শ্রীধর্মমঙ্গলেও, শরভ !
ভাবতে আশ্চর্য লাগে. কিভাবে শরভ মহামৃগের গল্পকথা, দুই বেদে, রামায়ণে, মহাভারতে, ঋতুসংহারে, বিশেষ এক চণ্ডীতে, বিশেষ এক শ্রীধর্মমঙ্গলে, বিস্তৃত সময় ধরে,  স্থান করে নিল !
নিশ্চই, শরভ-এর গল্প,  খুব লোকপ্রিয় ছিল !


পুস্তকগুলির প্রাসঙ্গিক তথ্য দিচ্ছি :---
শুক্লযজুর্বেদ  ১৩.৫১
অথর্ববেদ  ৯.৫.৯
রামায়ণ। কাশীনাথ পাণ্ডুরঙ্গ পরব -- সংস্কৃত। শাক ১৮১০।  ২.২৯.৩
মহাভারত  ১২. ১১৭. ১৩
ঋতুসংহার  ১.২৩
কবিকঙ্কণ -- চণ্ডী। বঙ্গবাসী।  ৩৫ ; ৪৯
শ্রীধর্মমঙ্গল। মাণিক গাঙ্গুলি -- বিরচিত। বঙ্গীয় সাহিত্য পরিষৎ। ১৩১২। ১২৪


*  তথ্যসূত্র : বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদমি।