সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

ছেঁন্দাপাথর


ছেঁন্দাপাথর



ছেঁন্দাপাথর।
বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকের একটা জায়গা !
এক সময় ছেঁদাযুক্ত বিশেয পাথর পাওয়া যেত !
বলেছিলেন বাঁকুড়াবাসী শ্রী অলোক প্রামাণিক !

তবে ছেঁন্দাপাথরে যে ক্ষুদিরাম গিয়েছিলেন, তা আমি জানতাম না !
২৪ বছর আমি বাঁকুড়ায় ছিলাম, ক্ষুদিরামের ব্যাপারে কেউ আমাকে বলেনও নি !
রানিবাঁধে আমি গিয়েছি !
তবে ছেঁন্দাপাথর আমার দেখা হয় নি !

গান্ধিজির অহিংসা ২


গান্ধিজির অহিংসা ২



আমার যতটুকু বিভিন্ন শাস্ত্রপাঠ, তার বিশ্লেষণ, তার ওপর ভিত্তি করে আমার একটি ছোট্ট কবিতা,  'গান্ধিজির অহিংসা' লেখা !

আমার যা বিশ্বাস, আমি তা সত্য বলে মানি !

কবিতাটি এখানে তুলে দিলাম !
গান্ধিজির অহিংসা


গান্ধিজির অহিংসা নীতি
জৈনধর্মের
এবং জৈনধর্মাবলম্বিদের
কাছ থেকে নেওয়া !

অহিংসা গান্ধিজির নিজস্ব
মতবাদ নয় !
গান্ধিজি কিন্তু
জৈনধর্মাবলম্বী ছিলেন না !



আমার ধারণায়, শ্রেষ্ঠ আদি ও অকৃত্রিম ধর্ম, জৈন ধর্ম !

জৈনধর্ম ও জৈন দর্শন বড়ই মজাদার !

জৈন ধর্ম ঈশ্বর মানে না !
ফলে ধর্ম নিয়ে, বিভিন্ন ধরণের ধান্দাবাজিও ওদের মধ্যে নেই !

দেব-দেবীদের নামে, পুরোহিতদের শোষণও নেই !

জৈন ধর্ম একটি ভারতীয় ধর্ম !

ফেসবুকে ভীমরতি !


ফেসবুকে ভীমরতি !



আধুনিক-মনস্ক চিন্তাশীল  খোকা-খুকিরা,  ফেসবুকে একটা শব্দ ব্যবহার করছেন, সেটা  'ভীমরতি' ; সেটি আবার 'বয়স্ক'-এর সাথে জুড়ে দিচ্ছেন !

ভীমরতির আভিধানিক অর্থ
১। বার্ধক্যজনিত ঈষৎ বুদ্ধিভ্রংশ বা খ্যাপামি !
২। ( মূলঅর্থ ) ৭৭ বছর ৭ মাস বয়সের সপ্তম রা্ত্রি ! [ বর্তমানে যদিও এই অর্থ অপ্রচলিত ! ] ।

কিন্তু, কথ্য ভাষায়, ( colloquial language-এ ), ভীমরতি যে অর্থে ব্যবহৃত হয়, তা মোটেই প্রশংসাজনক নয় !

বাড়ির বয়স্ক-বয়স্কাদের উদ্দেশ্যে, ঐ বিশেষ্য পদটি, বিশেষণ পদ হিসাবে ব্যবহার করে দেখুন, তাঁদের প্রতিক্রিয়া কী !

চলতি কথায়, ভীমরতি, ( সংস্কৃতে সম্ভবত ভীমরথী ), শব্দটির ব্যবহার মোটেই শিষ্টতার পরিচায়ক নয় !

ভীমরতি-তে, 'ভীম'  এবং 'রতি , দুটি শব্দ রয়েছে !

ভীম।
ভীষণ। ভয়ঙ্কর। প্রচণ্ড।

রতি।
মৈথুন। রমণ। যা আসলে হতে পারে, রতিক্রিয়া !
আসক্তি। অনুরাগ।
চিত্তের অনুকূল বিষয়ের প্রতি প্রবল আসক্তি ও আকর্ষণজনিত আকুলতা ! বিহ্বলতা !
সংস্কৃতে, 'রম' ধাতু + 'তি' প্রত্যয় !

সেই হিসাবে, যত্রতত্র, 'ভীমরতি'র ব্যবহার, শোভন নয় !

ভীমরতি, একটি শোভন শব্দ নয় !

আমার সদুপদেশ, শব্দটি না নিজের বাড়ির বয়স্ক-বয়স্কাদের প্রতি প্রয়োগ করা উচিত, না বাড়ির বাইরের কোন ব্যক্তির ওপর প্রয়োগ করা উচিত !

আশাকরি, বালখিল্য-'বালখিল্যা'-রা, এ বিষয়ে সচেতন হবেন !

চোখে সামনে ফেসবুকের পাতা খোলা আছে। হাতে আছে যন্ত্র। সুতরাং বিষধর বা বিষহীন সাপের মন্ত্র উগড়ে লাভ নেই !

ইংরেজিতে,  collocate বলে একটা শব্দ আছে, এটি একটি  verb.। অর্থ,  to place together,। একত্র স্থাপন করা। সন্নিবিষ্ট করা। ( of words to place together, side by side,  in a way,  characteristic of a language. )।

যেমন, ব্যবহার করুন,   weak tea, but never feeble tea !

তেমন, 'ভীম' এবং 'রতি' !