শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

বিয়ের ভোজে মাংস


বিয়ের ভোজে মাংস

#




#
বিয়েটা মাঙ্গলিক।
বিয়েতে সমস্ত মাঙ্গলিক দ্রব্য ব্যবহার করা হয়।
মাছ বাঙালিদের কাছে মাঙ্গলিক।
মাংস কিন্তু মাঙ্গলিক নয়।
তাই যদি হয়, তবে বিয়ের ভোজে মাংস খাওয়ানো কি ঠিক হয় ?
#
#
প্রণব কুমার কুণ্ডু

বিয়েতে গায়ে হলুদ


বিয়েতে গায়ে হলুদ





প্রণব কুমার কুণ্ডু



গায়ে হলুদ
মাঙ্গলিক।
মঙ্গলকর।

হলুদ ব্যবহার করলে
মানুষের চোখ লাগে না !

অন্য মানুষের
অশুভ দৃষ্টি
আসে না !

কাঁচা হলুদ বেঁটে
ছেলে এবং মেয়ের
গায়ে হলুদ হয়।

মেশিনে গুঁড়িয়ে
 গুঁড়োহলুদ দিয়ে নয় !

সারা বছর ধরে তো আর
কাঁচা হলুদ
পাওয়া যায় না।

অগত্যা শুকনো হলুদই
পাটা্য বেঁটে
গায়ে হলুদ
দিতে হয়।

সেমেটিক ধর্ম


সেমেটিক ধর্ম























প্রণব কুমার কুণ্ডু



ইহুদি ধর্ম  খ্রিস্টান ধর্ম  ও  ইসলাম ধর্ম, সেমেটিক ধর্ম।
সেমেটিক ধর্ম তিনটির উদ্ধব হয়েছে, মূলত সেমিটিয়, অর্থাৎ হিব্রু  আরবিয়  আসিরিয়  ও ফিনিশিয় ভাষাগুলিতে কথা বলা জনগোষ্ঠীর মধ্যে।
বাইবেলে ( Book of Genesis-এ ) বর্ণিত নোয়া-এর এক ছেলের নাম ছিল 'সাম'।
সাম-এর বংশধরেরা, সেমেটিক।
সেমেটিক ধর্মগুলির উৎপত্তি হয়েছে, মূলত,  ইহুদি  আরব   আসিরিয় ও ফিনিশিয়দের মধ্যে।
প্রধান প্রধান সেমেটিক ধর্ম, ইহুদি ধর্ম  খ্রিস্টান ধর্ম  ও ইসলাম ধর্ম।
প্রথমে ইহুদি ধর্ম  পরে খ্রিস্টান ধর্ম  একদম শেষে মুসলিম ধর্মের উত্থান।
ঐ তিনটি ধর্মই মোটামুটী ভাবে, পয়গম্বর প্রথা অনুযায়ী, পয়গম্বরীয় ধর্ম।
ইসলাম ধর্ম, ঈশ্বরের নবির দ্বারা আনীত ও স্বর্গীয় নির্দেশনায় বাহিত।