ভারতবর্ষের উগ্র ইসলামিক শিক্ষামন্ত্রীরা
ভারতবর্ষের উগ্র ইসলামিক শিক্ষামন্ত্রীরা
**#হিন্দুত্বের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি মুছে দিতে সুদূরপ্রসারী পরিকল্পনার আওতায় ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর তীব্র আঘাত হেনেছিল #নেহেরু-#গান্ধী পরিবার--------
************
১৯৪৭ থেকে ১৯৭৯ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীদের নাম দেখুন !! কতবড় এক একটা জেহাদি ছিল এরা। আরব এজেন্ট গান্ধী-নেহেরু পরিবার হিন্দু জাতিকে ধ্বংস করতে এদের শিপাহিশালার হিসেবে নিয়োগ দিয়েছে। এই উগ্র ইসলামিক শিক্ষামন্ত্রীরা হচ্ছে ―
1-মাওলানা আজাদ
2-হুমায়ুন কবির
3-মোহাম্মদ করিম
4-ফখরুদ্দিন আলী আহমদ
5-নুরুল হাসান
ইসলাম ধর্মের এই জেহাদিরা ছিল উগ্র সাম্প্রদায়িক ও চরম মৌলবাদী -
যারা কংগ্রেস শাসনের অধীনে ৩২ বছরে ধরে ভারতীয় ইতিহাসকে মারাত্মকভাবে বিকৃত করে পাকিস্তানি করন করেছিল ...
এতে অবাক হওয়ার কিছু নেই যে, ভারতের শিক্ষার্থীরা সম্রাট বিক্রমাদিত্য, মহারাজা প্রতাপাদিত্য, মহারাণা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে কিছুই জানে না; তবে বাবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত মোগল সম্রাট…শাহাবুদ্দিন গোরী,সুলতান মাহমুদ,আলাউদ্দিন খলজী,বখতিয়ার প্রভৃতি হিন্দু ঘাতক নরাধমদের মহান ও অতিমানব দেখানো হয়েছে।
এই মন্ত্রীরা বিশেষ আরব ও পাকিস্তানি এজেন্ডার অধীনে কাজ করেছে…
১. হিন্দুদের তাদের চিরন্তন ইতিহাস থেকে বঞ্চিত করা
২. হিন্দু ধর্মকে কুসংস্কার হিসাবে গালি দেওয়া
৩. হিন্দুদের তাদের পরিচয় লজ্জা বোধ করা
৪.আধুনিক শিক্ষা ব্যবস্থা বিলুপ্তকরণ
৫. মিডিয়ার মাধ্যমে হিন্দু ধর্ম ও সংস্কৃতি-বিদ্বেষী গুজব ছড়িয়ে দেওয়া
এবং সর্বপরি সরলমতি হিন্দু শিক্ষার্থীদের নির্লজ্জভাবে এই সমস্ত জঘন্য সব মিথ্যাচার গ্রহণ করতে বলির পাঁঠা বানানো হয়েছিল !!
মাওলানা আজাদ টানা ১১ বছর দেশের শিক্ষামন্ত্রী ছিল এবং তার কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না,সে কখনও স্কুলে যায় নি। ...সে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানে সে শুধু শিখেছে, দারুল হরবকে কীভাবে দারুল ইসলামে পরিণত করা যায়। জানোয়ার নেহরুর কাছে এটিই ছিল তার প্রধানতম যোগ্যতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন