বুধবার, ৫ আগস্ট, ২০২০

প্রাচীন ভারতবর্ষের কিছু তথ্য

প্রাচীন ভারতবর্ষের কিছু তথ্য :





শেয়ার করেছেন :- প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু

প্রাচীন ভারতবর্ষের কিছু তথ্য :


  • ভারতবর্ষে প্রথম মানুষের আবির্ভাব হয় খ্রিস্টপূর্ব ৩ থেকে ২ লক্ষ বছরের মধ্যে
  • দক্ষিণ ভারত এবং সোয়ান উপত্যকা অঞ্চলে ভারতবর্ষে প্রথম মানুষ আবির্ভাবের প্রমাণ মেলে
  • আদিম মানুষের অস্তিত্ব ছিল প্রায় ৮০০০ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত

  • ভারতবর্ষে মধ্যপ্রস্তর যুগের সূচনাকাল প্রায় ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ এবং স্থায়ী ছিল ৪০০০ খ্রিস্ট পূর্বাব্দ
  • ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগের সূচনাকাল প্রায় ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে
  • নব্যপ্রস্তর যুগে মানুষ প্রথমে কুকুরকে পোষ মানায়
  • নব্যপ্রস্তর যুগে প্রথম গৃহপালিত পশু ছিল - ভেড়া
  • তাম্রপ্রস্তর যুগের সূচনাকাল ছিল আনুমানিক ১৮০০ খ্রিস্ট পূঃ থেকে ১০০০ খ্রিস্ট পূঃ
  • তাম্রপ্রস্তর যুগের নিদর্শন মেলে কাশ্মীর উপত্যকার গুফরাল নামক স্থানে
  • লৌহ যুগের সূচনা কাল হল আনুমানিক ১০০০ খ্রিস্ট পূঃ থেকে ৫০০ খ্রিস্ট পূঃ
  • উচ্চ গাঙ্গেয় সমভূমি , বারাণসী , কোশাম্বী , শ্রাবস্তী এবং উজ্জয়িনীতে লৌহযুগের অস্তিত্বে্র সন্ধান পাওয়া যায়

 [উইকিপিডিয়া ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন