যোগবাশিষ্ঠ রামায়ণম্
( সংগৃহীত )
প্রণব কুমার কুণ্ডু
যোগবাশিষ্ঠ রামায়ণম্
যোগবাশিষ্ঠ রামায়ণম্ সূচনায় ছিল একটি সংস্কৃত ধর্মগ্রন্থ।
গ্রন্থটিতে, যোগ সম্বন্ধে এবং আত্মজ্ঞান সম্বন্ধে, বলা হয়েছে।
যোগবাশিষ্ঠ রামায়ণম্ গ্রন্থটি
বৈরাগ্য প্রকরণ
মুমুক্ষু প্রকরণ
উৎপত্তি প্রকরণ
স্থিতি প্রকরণ
উপশম প্রকরণ
নির্বাণ প্রকরণ
এই ছয়টি প্রকরণে বিভক্ত।
যোগবাশিষ্ঠ রামায়ণম্ গ্রন্থটিতে, পৌরাণিক মুনি ও সূর্যবংশের কুলগুরু. শ্রীবসিষ্ঠের মুখ দিয়ে, সূর্যবংশের অন্যতম মহান সন্তান, ত্রেতাযুগের অবতারগরিষ্ঠ, শ্রীরামচন্দ্রেকে, উপদেশ দান করা হয়েছে।
আসলে, যোগবাশিষ্ঠ রামায়ণম্ গ্রন্থটিতে, একজন মহান কুলগুরুর দেওয়া, তাঁর প্রিয় শিষ্যকে, যোগজ্ঞান ও আত্মজ্ঞান বিষয়ক উপদেশ।
সম্ভবত, যোগবাশিষ্ঠ রামায়ণম্ গ্রন্থটি, সংস্কৃত রামায়ণের রচনাকার, শ্রীবাল্মীকিরই রচনা !
( সংগৃহীত )।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন