Pranab Kumar Kundu
ভাইফোঁটা
শারীরিক অসুস্থতার কারণে, এবারের ভাইফোঁটায় বোনের বাড়িতে যেতে পারিনি !
বোন-ভগ্নিপতিই কষ্ট করে এসেছিল !
শারীরিক অসুস্থতার কারণে, এবারের ভাইফোঁটায় বোনের বাড়িতে যেতে পারিনি !
বোন-ভগ্নিপতিই কষ্ট করে এসেছিল !
বোন সঙ্গে করে এনেছিল,
ওর নিজের হাতে তৈরি করা,
ঢোকলা,
উকমা,
গোকুল পিঠে,
মালপোয়া,
পাটিসাপটা,
পায়েস,
ডিম আর দুধের তৈরি ঝুরুঝুরু,
হালুয়া ।
সঙ্গে ছিল দুবাই থেকে আনা খেজুর।
আর ভালো দোকানের, কম মিষ্টির, বড় সাইজের, ভালো সন্দেশ।
সঙ্গে ছিল দুবাই থেকে আনা খেজুর।
আর ভালো দোকানের, কম মিষ্টির, বড় সাইজের, ভালো সন্দেশ।
এইসব বিশেষ পদগুলি তো ছিলই, সঙ্গে ছিল, আমাদের বাড়ির 'অন্নভোজ'-এর নিয়মিত ব্যবস্থার পদগুলিও !
পেটপুরে, আনন্দ করে, আমরা সবাই মিলে খেলুম !
খাওয়ার পরে, ভুঁড়িটাকে, ডুগি-তবলা করে, আনেকক্ষণ ধরে বাজালুম !
খাওয়ার পরে, ভুঁড়িটাকে, ডুগি-তবলা করে, আনেকক্ষণ ধরে বাজালুম !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন