মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

শম্ভাজিরাও গুরুজি


                  শম্ভাজিরাও গুরুজি


                  ফেসবুক থেকে শেয়ার করেছেন              প্রণব কুমার কুণ্ডু



Ravana Asura গোষ্ঠীটিতে একটি পোস্ট শেয়ার করেছেন: 💥ALL BENGAL RSS💥রাস্ট্রীয় স্বয়ংসেবক সংঘ💥

Joyanta Karmoker

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর সাথে যাঁকে দেখা যাচ্ছে তাঁকে কেউ চেনেন কি ?
ইনি হলেন সম্ভাজিরাও গুরুজি | এনার বয়স ৮৬ বছর | এঁর ডাক নাম "ভিড়ে গুরুজি"। শিক্ষাগত যোগ্যতা : এমএসসি (অ্যাটমিক এনার্জি), গোল্ড মেডালিস্ট | পুনের বিখ্যাত ফার্গুসন কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন | একজন একনিষ্ঠ স্বয়ং সেবক | ১৯৮০ র দশকে ইনি "শ্রী শিব প্রতিষ্ঠান হিন্দুস্থান" -এর প্রতিষ্ঠা করেন | মহারাষ্ট্রতে এনার প্রায় দশ লক্ষ শিষ্য আছেন |
এনার আরো একটি বিশেষ পরিচয় আছে | ইনি দেশে যত দুর্গ, কেল্লা আছে তার সংরক্ষণ এবং সাফসাফাই করেন | যুবকদের রাষ্ট্র সেবার জন্য উদ্বুদ্ধ করেন | রাষ্ট্রধর্মের প্রসার করেন | ৮৬ বছর বয়সেও যেকোনো উচ্চতার দুর্গ বা কেল্লাতে অনায়াসে উঠতে পারেন | ইনি কোনো দিন জুতো পড়েন না | আর সবসময় এই রকমেরই বেশভূষায় থাকেন | এনার নিজের নামে কোনো ঘর বাড়ি আর অন্যান্য সম্পত্তি নেই |
আমরা আন্না হাজারের মত একজন ভন্ডকে নিয়ে অনেক আদিখ্যেতা করেছি বা এখনো করি | এনার শিষ্যের সংখ্যা আনা হাজারের থেকে অনেক গুন বেশী | কিন্তু ইনি কোন দিন আন্নার মত তার রাজনৈতিক ফায়দা নেন নি | রাষ্ট্রধর্মে বলীয়ান সত্যিকারের এই দেশভক্তকে আমার শত শত প্রনাম |
অারো ডিটেইলস জানতে google এ সার্চ করে নিন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন