মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

অদ্ভূত সংযোগ ! আব্রাহাম লিংকন এবং জন এফ কেনেডি !



                      অদ্ভূত সংযোগ ! আব্রাহাম লিংকন এবং জন এফ কেনেডি !



                      ফেসবুক থেকে শেয়ার করেছেন                        প্রণব কুমার কুণ্ডু


-------অদ্ভূত সংযোগ -----


এমন বেশ কিছু ঘটনা থাকে, যে গুলির মধ্যে একটি অদ্ভূত সংযোগ লক্ষ্য করা যায়। যেমন - আমেরিকার রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন আর জন এফ কেনেডি-র জীবনে ঘটা ঘটনার সংযোগ। হয়তো এমনটা আর দ্বিতীয় বার হবে না।

ওঁরা দুজনেই পর-পর দুই শতাব্দীতে একই বছরে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।
লিংকন-- ১৮৬০
কেনেডি--১৯৬০
দুজনেরই হত্যা শুক্রবারে হয়েছিল।
----------++----------++---------++--------
ওনাদের দুজনেরই মৃত্যুর পরে পরবর্তী রাষ্ট্রপতি নামের সংগে জনসন যুক্ত ছিল।
এন্ড্রু জনসন
লিন্ডন জনসন
--------------++----+-+------------+++----------
এই দুজন পর-পর দুই শতাব্দীতে একই বছরে জন্মগ্রহণ করেছিলেন।
এন্ড্রু জনসন-- ১৮০৮
লিন্ডন জনসন-- ১৯০৮
-----------++-----------++---------++-----------
এই দুজন উত্তরাধিকারী রাষ্ট্রপতিরই নাম ৭ অক্ষরের ছিল।
দুজনের খুনির নাম ১৫ অক্ষরের ছিল।
JOHN WALKER BOOTH
&
LEE HARVEY OSWALD
----------++------------++--------++------------
লিংকনের খুনীর জন্ম ১৮৩৯ সালে হয়েছিল
&
কেনেডির খুনীর জন্ম ১৯৩৯ সালে হয়েছিল।
দুজনেরই সন্তানের মৃত্যু হোয়াইট হাউসে হয়েছিল।
----------++-------------++------------++-----------
লিংকনের হত্যা সিনেমা হলে হয়েছিল এবং খুনী ভেয়র হাউসে পালিয়ে গিয়েছিল।
আর
কেনেডির হত্যা ভেয়র হাউসে হয়েছিল এবং খুনী সিনেমা হলে পালিয়ে গিয়েছিল।
------------++----------++------------++-------------
দুজন খুনীরই হত্যা ওদের শাস্তি হবার আগেই হয়ে গিয়েছিল।
দুজন রাষ্ট্রপতিরই প্রথম প্রাথমিকতা ছিল-- সামাজিক অধিকার।
-------------++---------++---------++------------------
ধন্যবাদ---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন