শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭

এন্টিগুয়া ও বারবুডা


এন্টিগুয়া ও বারবুডা

এই দেশটি থেকে আমার কবিতার 'দর্শক' রয়েছেন !



অ্যান্টিগুয়া ও বার্বুডা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যান্টিগুয়া ও বার্বুডা
পতাকা
নীতিবাক্যEach Endeavouring, All Achieving
জাতীয় সঙ্গীত: সৌজন্য অ্যান্টিগুয়া, আমরা অভিবাদন তোমাকে
রাজকীয় সঙ্গীতঈশ্বর রানীকে রহ্মা কর


রাজধানী
এবং বৃহত্তম নগরী

 সেন্ট জন্‌স
১৭°৭′ উত্তর ৬১°৫১′ পশ্চিম


রাষ্ট্রীয় ভাষাসমূহ ইংরেজি
জাতীয়তাসূচক বিশেষণ অ্যান্টিগান, বার্বুডান
সরকার সংসদীয় গণতন্ত্র এবং ফেডারেল সাংবিধানিক রাজতন্ত্র
 •  রাজপ্রধান যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ
 •  গভর্নর-জেনারেল লুইস লেক-ট্যাক
 •  প্রধানমন্ত্রী বল্ডউইন স্পেনসার
স্বাধীনতা যুক্তরাজ্য থেকে
 •  তারিখ ১লা নভেম্বর, ১৯৮১ 

 •  মোট  কিমি (১৯৫তম)
 বর্গ মাইল
 •  পানি (%) সামান্য
জনসংখ্যা
 •  ২০০৯ আনুমানিক ৮৫,৬৩২[১] (১৯৮তম)
 •  ঘনত্ব ১৯৩.৭৩/কিমি (৫৭)
./বর্গ মাইল
মোট দেশজ উৎপাদন
(ক্রয়ক্ষমতা সমতা)
২০০৮ আনুমানিক
 •  মোট ১.৬৩৯ বিলিয়ন[২] (১৮৯তম)
 •  মাথা পিছু $১৯,৪০০[২] (৬৪তম)
মানব উন্নয়ন সূচক (২০০৭) বৃদ্ধি ০.৮৬৮
ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · ৪৭তম
মুদ্রা পূর্ব ক্যারিবীয় ডলার (XCD)
সময় অঞ্চল AST (ইউটিসি-৪)
 •  গ্রীষ্মকালীন (ডিএসটি) ADT (ইউটিসি-৩)
কলিং কোড ১২৬৮
ইন্টারনেট টিএলডি .ag
১. ঈশ্বর রহ্মা কর রানীকে সরকারিভাবে জাতীয় সঙ্গীত হলেও কেবলমাত্র রাজকীয় ও উপরাজকীয় উপলক্ষেই ব্যবহার করা হয়।




অ্যান্টিগুয়া ও বার্বুডা (ইংরেজি: Antigua and Barbuda অ্যান্টীগা অ্যান্ড্‌ বার্বিঊডা, মূলতঃ স্পেনীয় Antigua y Barbuda আন্তিউয়া ই বার্বুদ়া অর্থাৎ "প্রাচীন ও দেড়েল") ক্যারিবীয় সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। রাষ্ট্রটি মূলত লিওয়ার্ড দ্বীপপুঞ্জের মধ্যভাগে অবস্থিত তিনটি প্রতিবেশী দ্বীপ অ্যান্টিগুয়া, বার্বুডা এবং রেডন্ডা নিয়ে গঠিত। দ্বীপগুলি বিষুবরেখা থেকে প্রায় ১৭ ডিগ্রি উত্তরে অবস্থিত।
ক্যারিবীয় দেশগুলির মধ্যে অ্যান্টিগুয়া ও বার্বুডা তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে বেশি সমৃদ্ধ। দ্বীপগুলিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে আসেন, এবং দেশটির অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। অ্যান্টিগুয়ার সমুদ্রসৈকতের সৌন্দর্য বিখ্যাত। দক্ষিণ ক্যারিবীয় সাগরে পরিভ্রমণকারী বিলাসভ্রমণ জাহাজগুলি প্রায়ই অ্যান্টিগুয়াতে নোঙর ফেলে। বার্বুডা ও অ্যান্টিগুয়ার আশেপাশে প্রচুর প্রবাল প্রাচীর ও ডুবে যাওয়া জাহাজের অবশেষ আছে, ফলে এখানে পানিতে ঝাঁপ দেয়া ও ডুবসাঁতার কাটা বিনোদনের অন্যতম উপায়।
ক্রিস্টোফার কলম্বাস যখন ১৪৯৩ সালে দ্বিতীয়বার আমেরিকা মহাদেশ সফরে যান, তখন ইউরোপীয়রা প্রথম এই দ্বীপগুলি আবিষ্কার করে। ১৬৩২ সাল থেকে ১৯৮১ সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত দ্বীপগুলি ব্রিটিশ উপনিবেশ ছিল। এখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণ আফ্রিকা থেকে আনা দাস ও তাদের বংশধর। এদেরকে তুলাআখের প্ল্যান্টেশনে কাজ করানোর জন্য নিয়ে আসা হয়েছিল। দ্বীপগুলির সংস্কৃতিতে আফ্রিকান, পশ্চিম ভারতীয় এবং ব্রিটিশ প্রভাবের মিশ্রণ ঘটেছে।



ইতিহাস

প্রাথমিক বসতি

অ্যান্টিগা ও বারবুডার প্রথম অধিবাসী ছিলো সিবোনেই (Ciboney বা Siboney) গোত্রীয় মানুষেরা। এরা প্রাচীন আমেরিকা যুক্তরাষ্ট্রের আরাওয়াক (Arawak) গোষ্ঠীর সাথে সম্পর্কিত ছিলো। এদের বসবাসের শুরু হয়েছিলো আনুমানিক খ্রিস্টপূর্ব ২৪০০ অব্দ থেকে। তবে ঐতিহাসিক ভিত্তি অণুসারে ৩৫ সাল থেকে ১১০০ সাল পর্যন্ত আরাওয়াকদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। ১৪৯৩ সালে যখন ক্রিস্টোফার কলম্বাস এন্টিগুয়ায় যান তখন সেখানে ছিলো ক্যারিব (Carib) গোত্রের বসবাস। কলম্বাস তার দ্বিতীয় অভিযানের সময় এই দ্বীপে যান এবং এর নামকরণ করেন সান্তা মারিয়া ডি লা এন্টিগুয়া। এটি ছিলো স্পেনের সেভিলে অবস্থিত একটি চার্চের নাম। এই দ্বীপে তিনি বেশিদিন থাকেননি। এই ভ্রমণের পর থেকেই স্পেনীয় ও ফরাসিরা এখানে উপনিবেশ স্থাপনের জন্য যুদ্ধ শুরু করে এবং তাদের সাথে যুগপৎ যুদ্ধ হয় ক্যারিবদের।


উপনিবেশিক যুগ

১৬৩২ সালে এই দ্বীপে ইংরেজ উপনিবেশ স্থাপিত হয়। ১৯৮১ সালে এই অঞ্চল স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত এন্টিগুয়া এবং এর অধীনস্থ বারবুডারোডান্ডা সহ অন্যান্য বেশ কিছু অঞ্চল ইংরেজদের অধিনেই থেকে যায়। অবশ্য ১৬৬৬ সালে অতি স্বল্প সময়ের জন্য এখানে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিলো। ১৬৭৪ সালে স্যার ক্রিস্টোফার কডরিংটন এই অঞ্চলে প্রথম ইক্ষু চাষ শুরু করেন। এই আধিপত্যের কারণেই বারবুডা অঞ্চলটি কডরিংটন পরিবারের কাছে ইজারা দেয়া হয়। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আবার এই অঞ্চল সরাসরি ব্রিটিশ রাজের অন্তর্ভুক্ত হয়। কডরিংটন পরিবারই বারবুডা অঞ্চলের জঙ্গলসমূহ পরিষ্কার করে তাকে ইক্ষু চাষের উপযুক্ত করে তোলে যার ফলে সেখানে ক্রিতদাসদের জন্য পৃথক প্রদেশ গড়ে উঠে। এন্টিগুয়ার জমি সাফ করার জন্যই সেখানে প্রচুর ক্রিতদাস নিয়োগ করা হয়েছিলো। আর এন্টিগুয়ার এই ক্রিতদাসরাই বারবুডায় আরাদা প্রদেশ গড়ে তোলে।
ইক্ষু চাষের উপযোগী উর্বর ভূমি ছাড়াও AJERITO /আরেকটি কারণে এন্টিগুয়ার সুখ্যাতি ছিলো। তা হলো এর গভীর প্রাকৃতিক পোতাশ্রয়সমূহ। দ্বীপটির দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সেন্ট জন্‌স এবং ফ্যালমাউথ উপকূলে ছিলো পোতাশ্রয়গুলো অবস্থান। এখানে ইংরেজ জাহাজগুলো নিরাপদে অবস্থান করতে পারতো। ১৮শ ও ঊনবিংশ শতাব্দীতে এই পোতাশ্রয়গুলোকে কেন্দ্র করে অনেকগুলো দুর্গ গড়ে উঠে যার কয়েকটি এখনও ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে সেন্ট জন্‌সে অবস্থিত শার্লি হাইট্‌স এবং নিলসন ডকইয়ার্ড
বিখ্যাত ইংরেজ নৌ কমান্ডার হোরাশিও নিলসন যুবক অবস্থায় প্রায় তিন বছর এন্টিগুয়ায় কাজ করেন। একটি ফরাসি নৌবহরকে পশ্চাদ্ধাবন করতে গিয়ে ১৮০৫ সালে তিনি পুনরায় এই দ্বীপে যান। ট্রাফালগার যুদ্ধ সমাপ্ত হওয়ার পর তার এই পশ্চাদ্ধাবন শেষ হয়। ইংল্যান্ডের রাজা উইলিয়াম ৪-ও ১৭৮০-র দশকে নৌবাহিনীর একজন প্রশিক্ষণার্থী হিসেবে এন্টিগুয়ায় ছিলেন।
১৮৩৪ সালে এই দ্বীপে দাসপ্রথা বিলুপ্ত হয়। কিন্তু এরপরও দাসদের অবস্থার বিশেষ কোন উন্নতি সাধিত হয়নি। বিশেষ করে চিনির কারখানাসমূহে তাদের কঠোর আগের মতোই অক্রান্ত পরীশ্রম করতে হতো। এছাড়া মুক্তিপ্রাপ্ত দাসদের জন্য কোন জমি অবশিষ্ট ছিলো না, আর জমির মালিকরা তাদেরে সাথে আগের মতোই ব্যবহার করতো। বিংশ শতাব্দীর প্রথমার্ধে এসব বৈষম্যের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠে। শ্রমিকরা মূলত তাদের নিম্ন মজুরি এবং জীবনযাত্রার নিম্ন মানের তা প্রচার করে এর বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। ১৯৩৯ সালে সেখানে প্রথম শ্রমিক আন্দোলন দানা বেঁধে উঠে।



অ্যান্টিগা লেবার পার্টি

১৯৪৩ সালে চলতি ম্রমিক আন্দোলনের সভাপতি নির্বাচিত হন ভার কর্নওয়াল বার্ড। তিনি অন্যান্য শ্রমিক দল ও সংঘসমূহকে এক্রতিত করে এন্টিগুয়া লেবার পার্টি (এএলপি) প্রতিষ্ঠা করেন। ১৯৪৬ সালের নির্বাচনে এই দল প্রথমবারের মত অনেকগুলো আসন লাভ করে। এরপর প্রায় কয়েক দশক ধরে বার্ড ও তার পরিবার এন্টিগুয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করে।
১৯৬৭ সালে এন্টিগুয়া যুক্তরাজ্যের একটি সহযোগী শক্তির মর্যাদা রাভ করে যার ফলে সেখানে সম্পূর্ণ অভ্যন্তরীন স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে নভেম্বর মাসে এন্টিগুয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়, এর সাথে বারবুডাকে একত্রিত করে এন্টিগুয়া ও বারবুডা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যদিও বারবুডাবাসীরা নিজেদের আলাদা রাষ্ট্রের দাবী করেছিল। বারবুডাবাসীদের দাবীর মর্যাদা রক্ষার জন্য বারবুডাকে উল্লেখযোগ্য পরিমাণে অভ্যন্তরীন স্বায়ত্তশাসনের ক্ষমতা দেয়া হয়। তার পরও বারবুডাবাসীর আন্দোলন থেমে থাকেনি। এখনও স্বাধীনতার তাবীই বারবুডার রাজনীতিতে সবচেয়ে আলোচ্য বিষয়। যাহোক, এই রাষ্ট্রটি কমনওয়েল্‌থ অফ ন্যাশন্‌স-এর সদস্য।



স্বাধীন অ্যান্টিগা ও বারবুডা

স্বাধীনতার পর বার্ড দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৩ সালে অবসর নেয়ার পূর্ব পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। তার পর প্রধানমন্ত্রী হন বার্ডের ছেলে লেস্টার বার্ড। রেস্টার বার্ড দেশটির অর্থনৈতিক পরিবর্তনে দক্ষ চালকের ভূমিকা পালন করেন। তবে এর সাথে বার্ড পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতে থাকে। ১৯৯০ সারে একটি আন্তর্জাতিক অস্ত্র চোরাচারানকারী চক্রের সাথে লেস্টার বার্ডের ভাই ভার বার্ড জুনিয়রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। ১৯৯৬ সালে আরেক ভাই আইভর বার্ড কোকেইন ব্যবসার দায়ে আটক হন। একই সময় লেস্টারের অর্থমন্ত্রীকে অবসর নিতে বাধ্য করা হয়। তার প্রতি অভিযোগ ছিলো যে, তিনি আমদানিকৃত একটি ভিন্টেজ রোল্‌স-রয়েস গাড়ির জন্য রাষ্ট্রকে সম্পূর্ণ রাজস্ব দেন নি। এছাড়া উপকূলবর্তী ব্যাংকসমূহকে পুনর্গঠন করার কথা বরা হয়। দাবী উঠে এই ব্যাংকসমূহে অর্থলগ্নি চলছে। ১৯৯৭ সালে অর্থলগ্নির দায়ে ৫ টি রাশিয়ান মালিকানাধীন ব্যাংক বন্ধ করে দেয়া হয়।
এধরণের নানা অভিযোগ সত্ত্বেও বার্ডের লেবার পার্টি ১৯৯৯ সারে আবার নির্বাচিত হয়। বার্ড মন্ত্রনালয়ে কিছু পরিবর্তন আনেন। এর মধ্যে রয়েছে তার ভাইবার বার্ড জুনিয়র যে ১৯৯০ সারেই সরকারি দপ্তর থেকে নিষিদ্ধ ঘোষিত হয়েছিলো। ২০০৪ সালের নির্বাচনে ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টি আইনসবায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর ফলে এন্টিগুয়া ও বারবুডায় লেবার পার্টির যুগের অবসান হয়। লেস্টার বার্ড হেরে যান এবং ইউপিপি'র বাল্ডউইন স্পেন্সার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

ভাষা

ইংরেজি ভাষা অ্যান্টিগুয়া এবং বার্বুডার সরকারি ভাষা। এখানকার প্রায় সবাই ক্ষুদ্রতর অ্যান্টিল দ্বীপপুঞ্জের সর্বত্র প্রচলিত এক ধরনের ইংরেজি-ভিত্তিক ক্রেওল ভাষাতে কথা বলেন। সমাজের উঁচু স্তরে অবশ্য আদর্শ ব্রিটিশ ইংরেজি ভাষাই বেশি প্রচলিত। [৩]


বুধবার, ২৯ মার্চ, ২০১৭

Countries in the World


Countries in the World



How many Countries in the World ?

There are 195 Countries in the World !

193 Countries in the World are Member States of the United Nations & 2 Countries are Non-members & Observer States !

The Holy See & the state of  Palestine are 2 Non-members  & Observer States !

They are not included in the Total Count of 195 Countries in the World !

Taiwan : The United nations considers it as represented by the People's Republic of China !

Thanks !

Pranab Kumar Kundu.

বিদ্যারম্ভ


বিদ্যারম্ভ



বিদ্যারম্ভ।
বিদ্যার আরম্ভ। বিদ্যাশিক্ষার শুরু। লেখাপড়ার শুরু।
সাবেকি ধারণায়, হাতে খড়ি।

শিশুর পঞ্চম বর্ষে, শুভদিনে, বিদ্যারম্ভ বিধেয়।

বিদ্যারম্ভে, বৃহস্পতিবার নাকি শ্রেষ্ঠ !
শুক্রবার ও  রবিবার,  নাকি  মধ্যম !
বুধবারে ও সোমবারে, বিদ্যারম্ভে, নাকি শিশু 'মূর্খ' হয় !
শনিবারে ও মঙ্গলবারে, বিদ্যারম্ভে, শিশু নাকি স্বল্পায়ুবিশিষ্ট হয় !
[ দেখুন, "সরল বাঙ্গালা অভিধান", সুবলচন্দ্র মিত্র সংকলিত, পৃষ্ঠা ৯১৫, পুনর্মুদ্রণ : এপ্রিল ২০১৬ । ]।

কুসংস্কারে আচ্ছন্ন, আজগুবি কথায়, কান দেবেন না !

বিদ্যাধর


বিদ্যাধর



বিদ্যাধর। দেবযোনীবিশেষ !
গন্ধর্ব  কিন্নর  এরা সব  বিদ্যার ধর।
'ধর'।ধারী। ধারক। ধারণকারী।
বিদ্যাধরেরা, গন্ধর্ববিদ্যার এবং সঙ্গীতবিদ্যার ধর।
বিদ্যাধরেরা, নাচে গানে দিগ্‌গজ। ঐ দুই বিদ্যায়, বিদ্যাদিগ্‌গজ।

বিদ্যাধরী। বিদ্যাধর স্ত্রীজাতি।

বিদ্যাধরেরা, কামরূপী। আকাশচারী। হিমালয়বাসী।

বিদ্যাধরেররা/বিদ্যাধরীরা, নাকি, মানুষের সাথে সম্বন্ধ স্থাপন করে !

তবে তো সাবধান !

মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

কুবের


কুবের



কুবেরের কুৎসিত শরীর।
কুবের কুব্জ।
কুবের যক্ষরাজ।
কুবের ছিলেন ধনদ !
কুবের ধনের অধিদেবতা !
যেখানে ধনের অধিষ্ঠাত্রী দেবী শ্রীলক্ষ্মী !
কুবের যক্ষরাজ।
যক্ষ প্রেতযোনি বিশেষ !

কুবেরের পিতা বিশ্রবাঃ। জননী দেববর্ণীনী। কুবেরের অন্য নাম বৈশ্রবণ।

কুবের তপস্যার প্রভাবে,  ব্রহ্মার কাছ থেকে  'বর'  হিসাবে,  উত্তরদিকের দিক্‌পালত্ব,  ধনপতিত্ব,  এবং  'পুষ্পক বিমান' লাভ করেছিলেন !

কৈলাসগিরি ছিল কুবেরাচল। কুবেরাদ্রি। কুবের কৈলাসগিরিতেই থাকতেন। কাছাকাছি থাকতেন, দেবাদিদেব শিব !

পরে, পিতা বিশ্রবার আদেশে, কুবের, লঙ্কার 'ত্রিকূট' পর্বতের শিখরে বসবাস করতেন।
'ত্রিকূট',  'ত্রিশৃঙ্গযুক্ত'  পর্বত। লঙ্কার আধার পর্বত।

দুবৃত্ত রাবণ,  লঙ্কা গ্রহণ করতে ঈচ্ছা করলে,  কুবের, পুনরায়,  পিতার আদেশে,  কৈলাস পর্বতে ফিরে আসেন !

রাবণ কুবেরের বৈমাত্রেয় ভাই !

কুবের, তাঁর পিতার 'আদেশ',  মেনে চলতেন !

কিছুদিন পরে,  রাবণ,  কুবেরকে,  যুদ্ধে পরাস্ত করে,  জয়চিহ্নস্বরূপ,  'পুষ্পক বিমানটি'  ছিনিয়ে নেন !

উত্তর দিক, কুবেরাধিষ্ঠিত দিক।

কুবের তন্ত্র। পুঁজিবাদ। Capitalism !

কৈলাস পর্বত। শিব ও কুবেরের বাসস্থান ! বিশেষ পর্বত। পৌরাণিক কা্হিনীতে, সেটা, উত্তর মেরুর দক্ষিণ পার্শ্বে !

কুবেরের ধন নিধি।
কুবেরের ধনরক্ষক যক্ষ।
কুবেরের পত্নী মুরজা, শুভাঙ্গী, যক্ষিণী।
পিতা পৌলস্ত্য, বিশ্রবাঃ।
মাতা দেববর্ণিনী।
কুবেরের পুত্র নলকূবর।
কুবেরের রথ 'পুষ্পক'। সেটা রাবণ বেদখল করেছিল ! পরবর্তী কালে, 'পুষ্পক রথ', রামচন্দ্রের করায়ত্ত হয় ! রামচন্দ্র লঙ্কা থেকে, সীতাদেবী ও অন্যান্যদের সাথে করে, অযোধ্যায় ফিরে আসেন।
কুবেরের রাজধানী অলকা বা অলকাপুরী।
কুবেরের নিজের প্রথম পুরী, লঙ্কাপুরী।
কুবেরের বৈমাত্রেয় ভাই 'রাবণ' !
কুবেরের বিশ্বস্ত অনুচর, 'বসুন্ধর'।

সোমবার, ২৭ মার্চ, ২০১৭

Posting


Posting



All of my Postings,  should be considered,  for open to all, i.e., as  PUBLIC.

I do not have have any  SECTARIAL  Outlook !

I love & like to share my feeling of thought,  with every body,  every person,   in the World !


Thanks !


PRANAB KUMAR KUNDU.

শনিবার, ২৫ মার্চ, ২০১৭

ধেনু


ধেনু



স্বর্গের কামধেনু অভীষ্টদায়িনী গাভি !
তার কাছে যার যা প্রার্থনা, সে সব প্রার্থনা পূর্ণ হয় !
কামধেনু, কামপ্রদা ধেনু। সুরভিসূতা রোহিণীর কন্যা !
পিতা শূরসেন !
পুত্র শিববাহন বৃষ !
সুরভি, যাবতীয় চতুস্পদ জন্তুর জননী !
রোহিণী। লোহিত বর্ণের গবী !

বশিষ্টধেনু, নন্দিনী বা শবলা। ওটিও কামধেনু !
নন্দিনী। অর্থ,আনন্দয়িত্রী।
শবলা। বিচিত্রবর্ণা। নানা বর্ণযুক্ত। কর্বুর। বিচিত্র।

সুরভি, রোহিণী, নন্দিনী বা শবলা, কপিলা, এরা সব কামধেনু !

ধেনু। নবপ্রসূতা বা দুগ্ধবতী গাভি !

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

অভিধান


অভিধান



একটা অভিধান থেকে উদ্ধৃতি দিচ্ছি !

" গর্ভে পুত্র জন্মিলে গর্ভিণীর দক্ষিণ চক্ষুঃ বৃহত্তর হয়, "
" দক্ষিণ স্তনে অগ্রে দুগ্ধ সঞ্চারিত হয়, "
" দক্ষিণ উরু স্থূল ও  মুখ এবং বর্ণ উজ্জ্বল হয়, "
" স্বপ্নে পুংলিঙ্গবাচক দ্রব্যাদিতে অভিলাষ জন্মে। "

" আর গর্ভে কন্যা জন্মিলে বাম চক্ষুঃ বৃহত্তর হয়, "
" বাম স্তনে অগ্রে দুগ্ধ জন্মে,"
" বাম ঊরু স্থূল ও  মুখ ও বর্ণ মলিন হয়। "

এগলো  'অভিধান'টি  কোথা থেকে পেয়েছে, জানতে ইচ্ছা করে !

এগুলো অবিদ্যা এবং অবিজ্ঞান প্রসূত বলে, আমার মনে হয়।

অভিধানটির নাম,
" সরল বাঙ্গালা অভিধান "
" সুবলচন্দ্র মিত্র সংকলিত "
" সংশোধিত পরিমার্জিত ও পরিবর্ধিত নবম সংস্করণের প্রধান উপদেষ্টা জ্যোতিভূষণ চাকী "
" পরিমার্জনা ও সম্পাদনা শৈলেন ভক্রবর্তী "
প্রকাশক করেছেন : জনৈক " স্রী অরুণ চন্দ্র মজুমদার "
ছেপেছেন :  জনৈক '' শ্রী বরুণচন্দ্র মজুমদার "
" নিউবেঙ্গল প্রেস ( প্রাঃ ) লিমিটেড  ৬৮,  কলেজ স্ট্রিট কলকাতা -৭০০০৭৩ "
'' মূল্য : ৫৫০.০০ ( পাঁচশো পঞ্চাশ টাকা ) "
দেখতে পারেন, ৪৩৮ পাতায় " গর্ভবতী "
"পুনমুদ্রণ : এপ্রিল ২০১৬ "

আমি পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষন করছি, ঐসব অবিজ্ঞানপ্রসূত 'অভিধান'টির বিক্রি বন্ধ করে দেওয়া কিনা, তা নিয়ে চিন্তা-ভাবনা করুন !

ওদের বিরুদ্ধে কি অসত্য আজগুবি কথা প্রচার করার জন্য, আইনানুগ ব্যবস্ধা নেওয়া যায় ?

 এই পুস্তক সংস্থাটি, সম্ভবত, দেব সাহিত্য কুটিরের একটি সহযোগী বা বর্ধিত সংগঠন। দেব সাহিত্য কুটিরের মালিক পক্ষ, এই প্রেসটি, এবং  তার ব্যবসায়িক সত্ত্ব,   কিনেছেন বলে শুনেছি।

মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

আকাশপ্রদীপ

আকাশপ্রদীপ



 আকাশপ্রদীপ

বাংলা কার্তিক মাসের শুক্ল প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত, ত্রিশ তিথি ব্যাপী, এক চান্দ্র মাসে, দেবতাদের উদ্দেশে, আকাশে,  আকাশপ্রদীপ দেওয়ার রীতি।

সন্ধ্যা থেকে সারা রাত্তির, একটা বাঁশের ডগায়, আকাশে প্রদীপ জ্বেলে রাখা হয়।

এটা অবিশ্যি একটা পুরনো প্রথা !

আকাশপ্রদীপ ব্যবস্থা হিন্দুদের কুলধর্ম।

দেখা যাচ্ছে, এখন তারা কুলধর্ম চ্যুত !

রাতে অল্প অল্প ঠাণ্ডায়, আকাশপ্রদীপের আলো মনকে নাড়া দেয় !

আমরা নীহারিকার মাঝে যেন হারিয়ে যাই !

ওখান থেকে, পৃথিবীর দিকে তাকাই !

সোমবার, ২০ মার্চ, ২০১৭

চৈতালির জন্মদিন !

চৈতালির জন্মদিন !




চৈতালি চৌধুরীর
জন্মদিন !
চৈতালিকে শুভেচ্ছা !
কৃষ্ণা কুণ্ডু !
প্রণব কুমার কুণ্ডু !

২০।০৩।২০১৭।





আজ
চৈতালি চৌধুরীর
জন্মদিন !
চৈতালিকে শুভেচ্ছা !
কৃষ্ণা কুণ্ডু !
প্রণব কুমার কুণ্ডু !

২০।০৩।২০১৭।

রবিবার, ১৯ মার্চ, ২০১৭

Email Copy


Email Copy


A Copy of Email
Conversation opened. 1 read message.

1 of 279

For Limka Book of Records



Pranab Kumar Kundu <pkkundu10@gmail.com>

8:45 PM (3 minutes ago)


to lbr.entries
 
Dear Sirs,
I have a Blog With Bengali Poems & poem related articles, which consists of
1775 Posts  &  Total Viewer of Pages 28450, among 53 Countries,
as on today, at the time of sending you this Mail.
Blog Address   pranabk.blogspot.com
Do you consider it as an Indian Record ?
Kindly confirm.
Thanking You,

Yours faithfully,
Pranab Kumar Kundu
Email   pkkundu10@gmail.com
223 Mitra Para Road, Naihati, North 24 Parganas, W.B., India, Pin 743165
Phone  033 2502 3878

19.03.2017



শনিবার, ১৮ মার্চ, ২০১৭

শিক্ষা


শিক্ষা



মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরিয়ে রাখা ঠিক নয় !

তার জন্য কমপিউটারের  'ডেটা' ব্যাঙ্ক রয়েছে !

মনকে সুস্থ রাখা, এবং মনকে আরও 'সুষ্ঠু' করে তোলার চেষ্টাই, আদর্শ শিক্ষা !

দুর্ভাগ্যবশত, সেই দিকটা আমরা গুরুত্বই দিই না !

সুষ্টু।
অতি সুন্দর। শ্রেষ্ঠ। সত্য। সুব্যবস্থাযুক্ত। নিখুঁত।

সৃষ্টি এবং ধ্বংস


সৃষ্টি এবং ধ্বংস

সৃষ্টি এবং ধ্বংস

আমরা যদি ঈশ্বরের মতন, সৃষ্টি এবং ধ্বংসক্রিয়ায় ক্ষমতাবান হই, আমাদের মধ্যে একজন হয়তো সৃষ্টি করলেন, অন্যজন সেই সৃষ্টি ধ্বংস করে দিলেন !

এইভাবে, সৃষ্টি এবং ধ্বংসক্রিয়ায়,  আমরা মাতামাতি করে, মেতে উঠব !

তাতে সৃষ্টিধ্বংস হয়ে যাবার সম্ভাবনাই  সৃষ্টি হবে !

বিজেপির যাত্রা জয়যাত্রা জয়রথ


বিজেপির যাত্রা  জয়যাত্রা  জয়রথ



বিজেিপির যাত্রা। জয়যাত্রা। জয়রথ !

উত্তর ভারতে বাকি থাকছে,
দিল্লি
হিমাচল প্রদেশ
আর পাঞ্জাব !
পাঞ্জাবে তো সবে ভোটপর্ব সমাধা হল ! এখন বসে থাকো টানা পাঁচটি বছর ! দিন গুজরান করো !

দক্ষিণ ভারতে বাকি থাকছে,
কর্নাটক
কেরল
তামিলনাডু।

মধ্যভারতে বাকি,
অন্ধ্রপ্রদেশ
তেলেঙ্গানা !

পূর্বভারতে
বাকি থাকছে,
পশ্চিম বঙ্গ
বিহার
উড়িষ্যা।

উত্তরপূর্ব ভারতে,
মিজোরাম
ত্রিপুরা
মেঘালয় !

এই চোদ্দোটা রাজ্য, বাকি থাকছে !

আর বাকি থাকছে, হিন্দুধর্মের জাতপাত তুলে দিয়ে, সমস্ত 'হিন্দু' ভারতবাসীর 'মন' জয় করা !

মুসলমানেরা, যাঁরা, ভারতীয় ভাবধারায়, এবং ভারতীব সংস্কৃতিতে আস্থা রাখেন, শুধু নাগরিকত্ব নিয়ে
সন্টুষ্ট থাকা নয়, যাঁরা আরো ভারতীয় হতে চান, পুরোপুরি ভারতীয় হতে চান, তাঁরাও, এগিয়ে আসুন !

বিজেপির হাত শক্ত করুন !

থুকনা মনা হ্যায় !


থুকনা মনা হ্যায়  !



যেখানে সেখানে থুতু ফেলো না !
এমন কি শৌচাগারে কিংবা শৌচালয়েও নয় !

দেখোনি, রেল স্টেশনগুলোর দেয়ালে লেখা ,  ' থুকনা মনা হ্যায় ' !

কিন্তু,  ' থুকনা ',  কাশি কফ গয়ের শ্লেষ্মা থুতু,  ওগুলো নিয়ে কি করবে, তা লেখা নেই !

তবে কি  ' থুকনা ',  চিবোবে ? '  থুকনা' গিলবে ?

ওটা ঠিক করে,  ঠিক ভাবে,  লিখলেই হয় !

আর নাকের  'পোঁটা' ! ওটাকি, রেলের দেয়ালে পুঁছবে ?

'রেল', করে  'আধা' কাজ !

জনশ্রুতি,  'আধা কাজ করে',  'গাধায়' !

শৌচ


শৌচ



পুরুত মশাই, মন্ত্রপড়ে, সব ধরণের  'শৌচক্রিয়া',  করান !
ওটা মন্ত্রশৌচ !

শৌচ। শুচিতা ! শাস্ত্র অনুসারে, অন্তর ও দেহের শোধন ! [ সং . শুচি + অ ]।

আমরা জল দিয়ে,  'শৌচক্রিয়া', করি !
সেটা তখন 'জলশৌচ' !

মলত্যাগের পর, মলদ্বার ইত্যাদি পরিষ্কার করা ! 'হাত'  সাবান ইত্যাদি দিয়ে ধুয়ে ফেলা !

একটা আফশোস !

পুরুত মশাইরা, সাধারণত, পয়সার বিনিময়েও [ 'দক্ষিণার' ], 'জলশৌচ'  ক্রিয়া  করান না !

ওটা আমার 'আফশোস'ই রয়ে গেল !

'শৌচাগার'। মলমূত্রাদি ত্যাগের জন্য ঘর ! Lavatory. !

ওটা শৌচাগার। আগে ছিল 'ভাগাড়' ! এখন শৌচাগার ! কিছু সময়ের জন্য, ওটা যেন, 'কারাগার' !

তবে, ভালো কথা, 'শৌচালয়' ! ওটা যেন একটা 'মনসুখকর' আলয় !

জয় হোক, মোদির 'জয়' !

বিজেপির 'বিজয়' !

ভাগাড় থেকে, শৌচাগার ! তারপর, শৌচালয় !

মোদিজির ক্রম উত্থান...!

থুড়ি, বিজেপির !

পুরনো ছেঁড়া ও নোংরা কাপড়চোপড় !


পুরনো ছেঁড়া ও নোংরা কাপড়চোপড় !



পুরনো কাপড়চোপড় বেশ নরম থাকে !
পরে যথেষ্ট আরাম হয় !
পুরনো কাপড় ছেঁড়া হলে রিফু করে নেওয়া যায় !
'রিফু'। ছুঁচ-সুতো দিয়ে সেলাই করে, ছেঁড়া জামাকাপড় ইত্যাদির 'ছেঁড়া সংস্কার' !
রিফু শব্দটা এসেছে, আরবি শব্দ, 'রফু' থেকে !
অভ্যাস করলে, আগ্রহ থাকলে, আপনিও ভালো 'রিপুকার' হতে পারেন !
তবে নোংরা কাপড়চোপড় 'সাবান' দিয়ে ( chemical soap, detergent নয় ) ভালোভাবে কেচে নেবেন !
জল ঝরাবেন !
রোদে শুখিয়ে নেবেন !

শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

সদ্‌বিপ্র সমাজ ! সমাজ বিপ্লবী !


সদ্‌বিপ্র সমাজ !  সমাজ বিপ্লবী !



" যারা এগিয়ে চলতে পারে না,
হাঁটতে পারে না,
তারা তো জীবন্ত শব,
তাদের স্থান মানুষের সমাজে নয়-
শ্মশানভূমিতে। "

যারা বলছেন, তাঁরা, " সদ্‌বিপ্র সমাজ " !
তাঁরা, পড়ুন নামাজ !

যারা বলছেন, তাঁরা, " সমাজ বিপ্লবী "।
তাঁরা বরং, সমকালীন "নবি" !

আপ্ত


আপ্ত



আপ্ত।
প্রাপ্ত। লব্ধ। অধিগত।
বিশ্বস্ত। প্রত্ত্যয়িত। হিত।
কুশল। নিপুণ। যোগ্য।
যথার্থজ্ঞানযুক্ত। ভ্রমপ্রমাদরহিত।
ক্ষীণদোষও রহিত।

প্রামাণিক ! ন্যায্য !



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ২৮৭।

অযোনি


অযোনি



অযোনি !
যার উৎপত্তিস্থল নেই !
অনাদিকারণ !
অজন্য।
নিত্য।
অ-গর্ভসম্ভুত।
আদিম।

পদ্মযোনি ব্রহ্মা !
স্বয়ম্ভূ শিব !
অযোনিজ বিষ্ণু !
অযোনিজা। যজ্ঞভূমিজাতা সীতা ! প্রভৃতি !

অযোনি।
যোনিভিন্নস্থান।
মুখ ইত্যাদি !

অযোনি। মন থেকে, অর্থাৎ মানস ইত্যাদি থেকে,  জাত ! যেমন 'মনু' প্রভৃতি !
           কেবল নিজ বীর্যে, উৎপন্ন ! ভরদ্বাজের পুত্র, অযোনিসম্ভবা !



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ১৭৭।

শিষ্য স্বামী বিবেকানন্দকে শিব ভেবে ধুতরো ফুল দিয়ে পুজো করলেন !


শিষ্য স্বামী বিবেকানন্দকে শিব ভেবে ধুতরো ফুল দিয়ে পুজো করলেন !



শিষ্য শ্রী শরচ্চন্দ্র চক্রবর্তী, স্বামিজিকে, মহাশিবের অধিষ্ঠান চিন্তা করে, ধুতুরা ফুল দিয়ে, ঠাকুর রামকৃষ্ণের পূজার বাসনে, স্বামিজির দুই পা রেখে, স্বামিজিকে, আগ্র্হ, যত্ন ও শ্রদ্ধা জানিয়ে, আন্তরিক ভাবে পূজা করলেন !

মঠের অন্যান্য শিষ্যেরা, তা, খুশিমনে মেনে নিলেন !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ১২০।

অয়মাত্মা ব্রহ্ম !


অয়মাত্মা ব্রহ্ম !



আমি নিত্যকালের ব্রহ্ম !

আমিই কালজয়ী ব্রহ্ম !

আমার আত্মার প্রভায় এবং  প্রত্যয়ে, আমার আত্মা,  আপনিই,  আপনাআপনিই,  নিজে নিজেই,  উদ্ভাসিত হন !

যখন অখণ্ডচেতন আত্মায়,  আমার মনের  'লয়'   হয়ে যায়,  আমার মন,  আমারই আত্মায়,  কেমন করে জানিনা,  হারিয়ে যায়,  তখন আমি নিজেই,  'অয়মাত্মা ব্রহ্ম',  এবং, পুরোপুরি হয়ে যাই !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ১০২।

বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

আমার গদ্য রচনায় প্রথম দশটি বিষয়ের পৃষ্ঠাদর্শনের তালিকা !


আমার গদ্য রচনায় প্রথম দশটি বিষয়ের পৃষ্ঠাদর্শনের তালিকা !

পোস্টগুলি

প্রবেশপৃষ্ঠাদর্শন
১৩ নভেম্বর, ২০১৬
545
74
২১ ডিসেম্বর, ২০১৬
64
51
১ জানু, ২০১৭
48
48
১৬ নভেম্বর, ২০১৬
45
40
১৮ নভেম্বর, ২০১৬
40
39