বাহরাইন
আমার কবিতার 'পৃষ্ঠাদর্শন'-এ, এখন, 'বাহরাইন'-এর নাম অন্তর্ভুক্ত হয়েছে !
তবে, 'গদ্যরচনা'র ক্ষেত্রে, বাহরাইন-এর নাম, এখনো অন্তর্ভুক্ত হয় নি !
বাহরাইন, মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র।
পূর্বে সৌদি আরব।
পশ্চিমে কাতার।
বাহরাইন-এর বৃহত্তম শহর এবং রাজধানী, 'মানামা'।
বাহরাইন, বৃটিশ প্রভাবিত ছিল, এবং, ১৯৭১ সালে, স্বাধীনতা পায় !
বাহরাইনে রাজতন্ত্র রয়েছে।
একজন 'খলিফা' দেশের প্রধানমন্ত্রী।
রাজার ছেলে, সেনাবাহিনীর কমাণ্ডার !
বাহরাইনে, 'শিয়া' সম্প্রদায়ভুক্ত মুসলিমদের সংখ্যা, 'সুন্নি'দের থেকে প্রায় দ্বিগুণ !
তবে 'সুন্নি'রা বাহরিনে সরকার নিয়ন্ত্রণ করে। ! বাহরাইন-এর স্থানীয় ফ্লেমিনগো । Flamingo.
১৯৩০ সাল থেকে, দেশটি,
খনিজ তেলের ওপর ভিত্তি করে, দেশের অর্থনীতি চাঙ্গা করে তোলে ! তবে ১৯৮০তে সেই তেল একদম ফুরিয়ে যায় !
বাহরাইনের সরকার চালায়, সাংবিধানিক রাজতন্ত্র !
দেশটায় প্রধানমন্ত্রী রয়েছে !
পাঁচহাজার বছর আগে, বাহরাইনের সঙ্গে, আমাদের সিন্ধু অববাহিকা অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ ছিল !
'আরবি' ভাষা, বাহরাইনের সরকারি ভাষা !
তবে উর্দুভাযা হিন্দিভাষারও চল আছে !
বাংলাভাষা জানা কতজন লোক আছে, তা জানা যায়নি !
বাহরাইনে, হিন্দু বৌদ্ধ শিখ বাহাই প্রভৃতি ধর্মের লোক আছে !
ইহুদি আছে ! খ্রিস্ট ধর্মাবলম্বী লোক আছে !
তবে ৯৯% লোক মুসলমান। তাদের মধ্যে ৭০% শিয়া সম্প্রদায়ভুক্ত।
বাহরাইন রাষ্ট্রটি, আরব উপদ্বীপের পূর্বউপকূল থেকে, মাত্র ২৪ কি.মি. দূরে, পারস্য উপসাগরে অবস্থিত !
বাহরাইন, ৩২টি দ্বীপের সমষ্টি !
আট লক্ষের ওপর জনসংখ্যা।
বাহরাইন এক সময়ে মুক্তোর জন্য বিখ্যাত ছিল !
পরিসীমা ৭৬৫ বর্গ কি. মি. ।
ইংরেজি বানান BAHRAIN.
বাহরাইন-এর স্থানীয় ফ্লেমিনগো।
বাহরাইন-এর স্থানীয় ফ্লেমিনগো। Flamingo.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন