শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

অয়মাত্মা ব্রহ্ম !


অয়মাত্মা ব্রহ্ম !



আমি নিত্যকালের ব্রহ্ম !

আমিই কালজয়ী ব্রহ্ম !

আমার আত্মার প্রভায় এবং  প্রত্যয়ে, আমার আত্মা,  আপনিই,  আপনাআপনিই,  নিজে নিজেই,  উদ্ভাসিত হন !

যখন অখণ্ডচেতন আত্মায়,  আমার মনের  'লয়'   হয়ে যায়,  আমার মন,  আমারই আত্মায়,  কেমন করে জানিনা,  হারিয়ে যায়,  তখন আমি নিজেই,  'অয়মাত্মা ব্রহ্ম',  এবং, পুরোপুরি হয়ে যাই !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ১০২।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন