হেনরিয়েটা এবং মাইকেল পনেরো বছর ধরে একসাথে সংসার করেছিলেন।
আলাপ-পরিচয়ের সময় ধরে, কুড়ি বছর ধরে ছিল, তাদের ভাব-তাদের ভালোবাসা। সম্পর্ক।
তবে মাইকেল হেনরিয়েটাকে বিবাহ করেন নি !
কিংবা হয়তো, বিয়ে করতে, রাজি হন নি।
আগের স্ত্রী, 'রেবেকা'র সাথে, মাইকেলের, বিবাহ বিচ্ছেদও ঘটেনি।
হেনরিয়েটা কি মাইকেলকে, বিবাহ করতে চেয়েছিলেন ?
তবে একসাথে ছিলেন।
হেনরিয়েটার চেয়ে মাইকেল ছয় বৎসরের বড় ছিলেন।
তবে মাইকেল হেনরিয়েটাকে বিবাহ করেন নি !
কিংবা হয়তো, বিয়ে করতে, রাজি হন নি।
আগের স্ত্রী, 'রেবেকা'র সাথে, মাইকেলের, বিবাহ বিচ্ছেদও ঘটেনি।
হেনরিয়েটা কি মাইকেলকে, বিবাহ করতে চেয়েছিলেন ?
তবে একসাথে ছিলেন।
হেনরিয়েটার চেয়ে মাইকেল ছয় বৎসরের বড় ছিলেন।
হেনরিয়েটা কবির সত্যিকারের সঙ্গিনী ছিলেন। হেনরিয়েটা বাংলা শিখেছিলেন।
হেনরিয়েটাকে, মাইকেল, সরাসরি 'স্ত্রী' বলে পরিচয় দিতেন। মাইকেল, তাঁর অন্তরে, হেনরিয়েটাকে, নিজের 'স্ত্রী' ছাড়া অন্য কিছু ভাবতেন না।
হেনরিয়েটা-মাইকেলের প্রেম ছিল, সত্যিকারের " অমর প্রেম "।
বাস্তব জীবনে, মাইকেল, অর্ধেক বাস্তব বিশ্বে থাকতেন, অর্ধেক স্বপ্নের জগতে বিচরণ করতেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন