শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

শিষ্য স্বামী বিবেকানন্দকে শিব ভেবে ধুতরো ফুল দিয়ে পুজো করলেন !


শিষ্য স্বামী বিবেকানন্দকে শিব ভেবে ধুতরো ফুল দিয়ে পুজো করলেন !



শিষ্য শ্রী শরচ্চন্দ্র চক্রবর্তী, স্বামিজিকে, মহাশিবের অধিষ্ঠান চিন্তা করে, ধুতুরা ফুল দিয়ে, ঠাকুর রামকৃষ্ণের পূজার বাসনে, স্বামিজির দুই পা রেখে, স্বামিজিকে, আগ্র্হ, যত্ন ও শ্রদ্ধা জানিয়ে, আন্তরিক ভাবে পূজা করলেন !

মঠের অন্যান্য শিষ্যেরা, তা, খুশিমনে মেনে নিলেন !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ১২০।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন