শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

রূপকথার পাখি

রূপকথার পাখি। ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি। রূপকথায় অপরূপ কথায়, মানুষের মতো কথা-বলা পাখি ! স্বপ্নের অলীক পাখি !


পাখি  পাখিনী
পক্ষী  পক্ষিণী
বিহগ  বিহগী
বিহঙ্গ  বিহঙ্গী
বিহঙ্গম  বিহঙ্গমী
কাব্যে  বিহঙ্গিনি।
এরা সব নানান রঙ-এর
নানান জাতের
ছটফটে পাখি।
আকাশেতে ওড়ে।
করে সারাবেলা ডাকাডাকি।
খুঁজে ফেরে
নিজেদের আহার।
বাসা বাঁধে
নীড় গড়ে
ডিম পাড়ে
শাবক গড়ে তোলে
সেই শাবক
ওড়া শেখে
শেখা হলে
আকাশেতে ওড়ে।


ব্যাঙ্গমা ব্যাঙ্গমি। রূপকথার পাখি। রূপকথায় অপরূপ কথায়, মানুষের মতো কথা-বলা পাখি ! স্বপ্নের অলীক পাখি !

রূপকথায়
বিহঙ্গম  বিহঙ্গমী
বেঙ্গমা  বেঙ্গমী
কখনো
বেঙ্গমা  বেঙ্গুমী
আবার
ব্যাঙ্গোমা  ব্যাঙ্গোমী !

রূপকথায়,  'বেঙ্গমা', 'ব্যাঙ্গোমা',  'বিহঙ্গম' শব্দের অপভ্রংশ। তেমনি, 'বেঙ্গমী', 'বেঙ্গুমী', 'ব্যাঙ্গোমী',  'বিহঙ্গমী' শব্দের অপভ্রংশ।

যেহেতু,  বাংলা রূপকথার পাখি, স্বপ্নের অলীক পাখি,  তাই,  তাদের চোখে দেখা যায় না,  তাদের ডাক কানে শোনা যায় না,  তাদের মানুষের মতো কথা বলাও  শুনতে পাওয়া যায় না,   তবে সব কিছু অন্তরে অনুভব হয় !
এই অন্তরে অনুভব হওয়াই, বাংলার অপরূপ রূপকথা ! রূপকথায় অনুভবই সব ! 'অলীক'-এর অলৌকিকতাই সৌন্দর্য !
'রূপকথার পাখি', তাই অন্তরকে দোলা দেয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন