অনেকের প্রশ্ন বৈদিক শাস্ত্রে রাধার নাম কোথায় আছে?
১টা লিস্ট দেওয়া হলো রেফারেন্স সহ, কোথায় কোথায় রাধার নাম আছে দেখে নিন -
যে সকল শাস্ত্রে শ্রীরাধিকার নানান লীলা প্রত্যক্ষভাবে উল্লেখ আছে-
১)পুরুষবোধিনী ঊপনিষদ
২)গর্গসংহিতা( গোলকখন্ড ১৬ অধ্যায়)
৩)সনদকুমার সংহিতা (৩০২-৩০৩)
৪)নারদপঞ্চরাত্রম(২য়,৩য় ও ৫ম অধ্যায় জুড়ে)
৫)বৃহত-গৌতম তন্ত্র
৬)ঊদ্ধমন্বয় তন্ত্র
৭)পদ্মপুরাণ (ভূমিখন্ডের ৭ম ও ২০তম অধ্যায়, পাতালখন্ডের বহু অধ্যায় যেমন-৩৯-৪৫,৭১ অধ্যায় জুড়ে, ব্রহ্মখন্ডের বিস্তৃত অংশজুড়ে যেমন -৭-৯ম অধ্যায় )
৮)দেবীভাগবতম (৯ম স্কন্ধ জুড়ে),
৯) ব্রহ্মবৈবর্তপুরাণ( প্রকৃতিখন্ড ও শ্রীকৃষ্ণজন্মখন্ড জুড়ে)
১০)ব্রহ্মান্ডপুরাণ( সমগ্র উত্তরখন্ড জুড়ে, উপদগত পর্ব ৪২,৪৩ অধ্যায়)
১১)নারদপুরাণ (৩য় খন্ড ৮৯ অধ্যায়)
১২)শিবপুরাণ(রুদ্রসংহিতার ৩০,৩১ অধ্যায়)
১৩)মৎস্য পুরাণ(১৩.৩৭)
১৪)স্কন্দ পুরাণ(৬ষ্ঠ খন্ডের ১ম অধ্যায়, বাসুদেব মাহাত্ম্যের ১৬,১৭ প্রভৃতি অধ্যায়)
১৫)শংকরাচার্যের জগন্নাথ-অষ্টকম
১৬)শংকরাচার্যের যমুনা-অষ্টকম
প্রভৃতি.....
যে সকল শাস্ত্রে পরোক্ষভাবে শ্রীরাধিকার উল্লেখ আছে-
১) মহাভারত( বিশেষ এক গোপীকার উল্লেখ যিনি শ্রীকৃষ্ণ এর প্রাণস্বরূপা)
২) গীতা ( ৭ম ও ৯ম অধ্যায়, গীতায় বর্ণিত উৎকৃষ্ট প্রকৃতিই শ্রীরাধিকা- পদ্মপুরাণ, দেবীভাগবতম, ব্রহ্মবৈবর্তপুরাণ,নারদপঞ্চরাত্রমে উল্লেখিত)
৩) শ্রীমদ্ভাগবতম(১০ম স্কন্ধের ৩০ ও ৪৭ অধ্যায়)
৪) ব্রহ্মসংহিতা(৫ম অধ্যায়)
৫)বিষ্ণুপুরাণ (১৩/৩২-৩৮)
৬)গোপালতাপনী উপনিষদ
৭)হরিবংশ( বিশেষ এক গোপীকার উল্লেখ)
প্রভৃতি....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন