রবিবার, ৫ জুলাই, ২০২০

স্মৃতি








সেটিংস
আমরা আশা করি আপনি Facebook-এ আপনার অতি সাম্প্রতিক স্মৃতিগুলি থেকে অনেক দিন আগের স্মৃতিগুলি আবার ফিরে দেখা উপভোগ করবেন।

2 বছর আগে
 
সবাই এর সাথে শেয়ার করা হয়েছে




0:00 / 2:50

27 জুন, 2018
 সবাই এর সাথে শেয়ার করা হয়েছে

প্রতিহিংসার জঘন্যতম নিদর্শন'' ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতির পশ্চিমবঙ্গ সফরের 'স্বাগতম' ফ্লেক্স, হোডিং, ব্যানার খুলে দিচ্ছে তৃণমূল পরিচালিত বিধাননগর পৌরসভা।





Basuki Nath Misra
এই গ্রুপে একটি স্মৃতি শেয়ার করেছেন:
💥ALL BENGAL RSS💥রাস্ট্রীয় স্বয়ংসেবক সংঘ💥(সাপোর্টারস্)
💥
27 জুন, 2018

 সবাই এর সাথে শেয়ার করা হয়েছে

বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৭/ ০৬/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃবঃ
আজকের আলোচ্য বিষয়ঃ –[ বেদযজ্ঞের মাধ্যমে যত বিদ্যা দান করবে ততই নিজেকে মুক্ত আত্মা রূপে দেখতে পাবে।]


Basuki Nath Misra
Gopinath Barman
এবং
আরও 79
জনের সাথে।


27 জুন, 2016
 Calcutta, India সবাই এর সাথে শেয়ার করা হয়েছে

বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৭/ ০৬/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃবঃ
আজকের আলোচ্য বিষয়ঃ –[ বেদযজ্ঞের মাধ্যমে যত বিদ্যা দান করবে ততই নিজেকে মুক্ত আত্মা রূপে দেখতে পাবে।]
বৈদিক যুগে আচার্য – মুনি- ঋষি – ছাত্র- ছাত্রী বা শিষ্য- শিষ্যা সকলেই বেদ যজ্ঞের মাধ্যমেই বিদ্যা আদান- প্রদান করতেন। ছাত্রদের মধ্যে দুটি বিভাগ ছিল। উপকুর্বাণ ও নৈষ্ঠিক। উপকুর্বাণ বিভাগের ছাত্ররা পাঠ শেষ হলে পিতৃগৃহে ফিরে গিয়ে গার্হস্থ জীবন আরম্ভ করতেন। নৈষ্ঠিক ছাত্রগণ গৃহে ফিরে যেতেন না। তাঁরা কৌমার্যব্রত গ্রহণ করতেন। তাঁরা পরবর্তীকালে কোনও পণ্ডিত বা ঋষি হতেন বেদ যজ্ঞের মাধ্যমে বিদ্যা দান করে মানব সমাজকে বেদের আলোতে আলোকিত করে ধরে রাখার জন্য। বিদ্যাদানের জন্য আচার্য কোনও মূল্য বা পারিশ্রমিক গ্রহণ করতেন না। বিদ্যা- বিক্রয় অপরাধ মধ্যে গণনা হতো। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের আচার্য প্রায় দশ হাজার ছাত্রের ভরণ পোষণের ভার নিয়ে শিক্ষা দান করতেন। এরূপ আচার্যগণকে কুলপতি বলা হতো। আর একশ্রেণির আচার্য ছিলেন তাঁরা ভ্রাম্যমাণ—তাঁদেরকে চরক বলা হতো। চরক অর্থ ভ্রাম্যমাণ। ব্রাহ্মণেরা ক্ষত্রিয় আচার্যদিগের নিকট হতেও শিক্ষা গ্রহণ করতেন, এর প্রমাণ বেদে অনেক পাওয়া যায়। আচার্য ও শিষ্যের মধ্যে সম্বন্ধ ছিল অতি মধুর ও আন্তরিকতাপূর্ণ। শিক্ষা গ্রহণকালে প্রত্যেককে আচার্যের আজ্ঞাধীন হয়ে থাকতে হতো। অসংকোচে ভিক্ষা গ্রহণ করতে হতো। এই ভিক্ষাবৃত্তি দ্বারা তাদের মনে বিনয়ের উদয় হতো। আচার্যের গৃহস্থলীর তদারক ও গোচারণ ছাত্রজীবনের অন্যতম কর্তব্য ছিল। ছাত্রগণকে নিদ্রা, আলস্য, ক্রোধ, অহংকার, নাম-যশের আকাঙ্ক্ষা, সৌন্দর্যচর্চা ও ইন্দ্রিয়- পরায়ণতা হতে নিবৃত্ত থাকতে হতো। জীবনগঠনের জন্য সকলের জন্যে একই নিয়ম ছিল – সমস্ত রকম বিলাসিতা ত্যাগ করে সকলকে শিক্ষাঙ্গনে থাকতে হতো। প্রতিদিন আচার্য ও শিষ্য একত্র মিলিত হয়ে প্রার্থনা করতেন---- ওঁ সহ নাববতু সহ নৌ ভুনক্তু। সহ বীর্যং করবাবহৈ। তেজস্বি নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ।। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। এর অর্থ --- “ ব্রহ্ম আমাদের উভয়কেই রক্ষা করুন, তিনি আমাদের একত্রে বহন করুন। আমরা একত্রে জ্ঞানলাভের শক্তি যেন অর্জন করি। আমাদের শিক্ষা যেন তার প্রকৃত বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে—অথবা আলোকের ন্যায় সুদীপ্ত হয়ে উঠতে পারে। আমাদের মধ্যে যেন কখনও বিদ্বেষের সৃষ্টি না হয়”। এই সুন্দর শিক্ষা ব্যবস্থা সমাজের সর্বশ্রেণীর মানুষকে আলোকিত করে রাখতো। এই প্রশিক্ষণ পেয়ে সমাজে কেউ বেকার থাকতো না ও হীনমন্যতায় ভুগতো না। সবায় এক পরব্রহ্মের আলোতে আলোকিত হয়ে থাকতো বৃহত্তর সমাজে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

2 বছর আগে

27 জুন, 2018
 
সবাই এর সাথে শেয়ার করা হয়েছে

সবাই


বিবেকানন্দের ভাবনায় আয়-ব্যয়
#
#
গৃহস্থের
আয় অনুযায়ী
ব্যয় করার নিয়ম।
আয়ের এক চতুর্থাংশ
পরিবারের ভরণপোষণে
এক চতুর্থাংশ
দানে
স্বভাবতই
রামকৃষ্ণ মিশনে
এক চতুর্থাংশ
সঞ্চয়ে
এক চতুর্থাংশ
নিজের জন্য
ব্যয়।
এক চতুর্থাংশ
নিজের জন্য
ব্যয় করলে
গিন্নি
কান্নাকাটি করে
তাঁর
অংশবিশেষের জন্যে
চাপ দিয়ে
কাড়াকাড়ি শুরু করবেন !
#
#
#
* ভাবনায় : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', দশম খণ্ড, পৃষ্ঠা ২২০।
#
#
এই দিনে
2 বছর আগে

27 জুন, 2018
 
সবাই এর সাথে শেয়ার করা হয়েছে

সবাই



বাঁকুড়ার জয়পুরে একটি পুরানো মন্দির ।
  

2 বছর আগে

27 জুন, 2018
 
সবাই এর সাথে শেয়ার করা হয়েছে

সবাই


2 বছর আগে

27 জুন, 2018
 
সবাই এর সাথে শেয়ার করা হয়েছে

সবাই


সঙ্গীতজ্ঞ রাধিকাপ্রসাদ গোস্বামী
#
#
সঙ্গীতজ্ঞ রাধিকাপ্রসাদ গোস্বামী।
বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে।
জন্ম-মৃত্যু ১৮৬৩-১৯২৪।
তিনি
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের
আদি ব্রাহ্মসমাজের
সঙ্গীতাচার্য ছিলেন।
রবীন্দ্রনাথের বেশ কয়েকটি গানে
তিনি
সুরসংযোজনা করেছিলেন।
রবীন্দ্রনাথ
রাধিকাপ্রসাদের
পৃষ্ঠপোষক ছিলেন।
#
#
#
*সুবল/১১২০।
#
#

আপনি সমস্ত সম্পন্ন করেছেন
আপনার আরও স্মৃতি দেখতে আগামীকাল আবার পরীক্ষা করুন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন