সোমবার, ১৮ জুন, ২০১৮

তথ্য


তথ্য

তথ্য শেয়ার করেছেন        প্রণব কুমার কুণ্ডু


সেনগুপ্ত বাসুদেব রায়চৌধুরী       এতে ইতিহাসের বিভিন্ন তথ্য


#বিশেষ_তথ্য...

তথ‍্য: ইন্টারনেট থেকে পাওয়া...

#আজকের_দিনে_১৮ই_জুন_১৯৩১_সালে_আলিপুর_সেন্ট্রাল_জেল_থেকে_শ্রদ্ধেয়_দীনেশ_গুপ্ত_তাঁর_বৌদিকে_চিঠিতে_লিখেছিলেন

‘ভারতবাসী আমরা নাকি বড় ধর্মপ্রবণ। ধর্মের নামে ভক্তিতে আমাদের পণ্ডিতদের টিকি খাড়া হইয়া উঠে। তবে আমাদের মরণের এত ভয় কেন? বলি, ধর্ম কি আছে আমাদের দেশে? যে দেশে দশ বছরের মেয়েকে পঞ্চাশ বৎসরের বৃদ্ধ ধর্মের নামে বিবাহ করিতে পারে, সে দেশে ধর্ম কোথায়? সে দেশের ধর্মের মুখে আগুন। যে দেশে মানুষকে স্পর্শ করিলে মানুষের ধর্ম নষ্ট হয়, যে দেশের ধর্ম আজই গঙ্গার জলে বিসর্জন দিয়া নিশ্চিন্ত হওয়া উচিত। সবার চাইতে বড় ধর্ম মানুষের বিবেক। সেই বিবেককে উপেক্ষা করিয়া আমরা ধর্মের নামে অধর্মের স্রোতে গা ভাসাইয়া দিয়াছি। একটা তুচ্ছ গোরুর জন্য, না হয় একটু ঢাকের বাদ্য শুনিয়া আমরা ভাই ভাই খুনোখুনি করিয়া মরিতেছি। এতে কি ভগবান আমাদের জন্য বৈকুণ্ঠের দ্বার খুলিয়া রাখিবেন, না খোদা বেহস্তে আমাদিগকে স্থান দিবেন?’     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন