শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

ব্রহ্মমনন






ব্রহ্মমনন


ব্রহ্ম কোন বস্তু নন।
ব্রহ্ম একটি সৎ ধারণা !
বেদান্ত-অর্থের,  অবিরোধী যুক্তি দিয়ে,  অদ্বিতীয়  'ব্রহ্ম'-এর, সেই সৎ ধারণার, অনবরত অনুচিন্তন-ই,   'মনন' !
আসলে,  'ব্রহ্ম'-এর, সৎ ধারণার 'মনন'।
ওটা 'ধারণার' মনন।
ওটাই, সাধারণের কাছে,  'ব্রহ্মমনন' !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন