সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

হিন্দু


হিন্দু

শেয়ার করেছেন                                                        প্রণব কুমার কুণ্ডু।


প্লিজ একটু কষ্ট করে পড়ুন।কথা দিচ্ছি বিষয়টি আপনাকেও ভাবাবেঃ

যে সকল হিন্দুরা এখন ও সেকুলারির তকমা লাগিয়ে ঘুরছেন, তাদের কাছে প্রশ্ন?হিন্দুধর্ম আদি অনন্ত কাল থেকে বিরাজমান আছে ও ভবিষ্যতেও থাকবে আপনাদের এই সেকুলারির জন্য?

হিন্দু মুসলিম যদি ভাই ভাই হয় তবে চলুন দেখি ইতিহাস কি বলে ।

কখনো ভেবেছেন আফগানিস্হানের হিন্দুরা কোথায় গেল ! '
কাবুল ' শহর টা শ্রীরামের পুত্র কুশ বানিয়েছিলেন , আজ সেখানে একটা মন্দির পর্যন্ত নেই ।
' গান্ধার ' যার বিবরণ মহাভারতে পাওয়া যায় । যেখানকার রাণী ছিলেন গান্ধারী । আজ সেই স্হানের নাম কান্দাহার । এবং সেখানে আজ আর কোন হিন্দু বেঁচে নেই ।

কম্বোডিয়া' যেখানের রাজা ছিলিন সূর্য্যদেব বর্মন যিনি পৃথিবীর সবথেকে বড় মন্দির ' 🏯আঙ্কোরভাট নির্মাণ করিয়েছিলেন । আজ সেখানেও কোন হিন্দু নেই ।

' বালিদ্বীপে ' ২০ বছর পূর্বেও ৯০% হিন্দুর দেখা পাওয়া যেত । আর আজ সেখানে মাত্র ২০% অবশিষ্ট রয়েছে ।

কাশ্মীরে ২০ বছর পূর্বেও ৫০% হিন্দু ছিল আর আজ মাত্র ৩% থেকে ৪% ।

কেরলে মাত্র দশ বছর পূর্বেও ৬০% হিন্দু ছিল এখন মাত্র ২০% ।

নর্থ ইস্ট রাজ্যগুলিতেও আজ ভয়ংকর হারে হিন্দু জনসংখ্যা কমে আসছে । এর মধ্যে আমাদের পশ্চিমবাংলাও আছে ।
প্রতিবেশি রাষ্ট্রের লাগাতার অনুপ্রবেশ বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের সবকটি রাজ্যের জনবিন্যাস বদলে দিয়েছে ।

১৫৬৯ সাল পর্যন্ত ইরানের পূর্বনাম ছিল পারস্য । যেখানে একটিও মুসলিম বসতি ছিলনা  শুধুমাত্র পারসিকরািই থাকতেন ।
যখন পারস্যের উপর মুসলিমরা আক্রমণ চালাতো,  তখন পারস্যের বয়স্ক ব্যক্তিরা, তাদের তরুণ যুবকদের বলতেন , আমাদের কেউ হারাতে পারবেনা , কেউ ধ্বংস করতে পারবেনা ।
কিন্তু ধীরে ধীরে পারস্য ইরাণে পরিণত হল, পারসিকদের লুঠ করা হল,  তাদের নারীরা হল গণিমতের মাল, পুরুষদের নৃশংসভাবে খুন করা হল, অবশিষ্টদের ধর্মান্তরিত করা হল ।
অল্পসংখ্যক কিছু বেঁচে যাওয়া পারস্যের অধিবাসী যারা নৌকাযাত্রা করে ভারতে পালিয়ে এসেছিল, তাদেরই হাতেগোনা
কিছুজনের আজ গুজরাতে দেখতে পাওয়া যায় ।

....... সদা সর্বদা শান্তিচাই শান্তিচাই করে,  শান্তির ভিক্ষাকরা হিন্দুদের এবার ভাববার সময় এসেছে । 

কারণ নিকট ভবিষ্যতে সমগ্র হিন্দু জনজাতি চরম সংকটের সম্মুখীন হতে চলেছে । এই সংকট অস্তিত্বের সংকট ।

.....সমগ্র বিশ্বে খ্রীষ্টান ধর্ম অধ্যুষিত দেশ হল ৮০ টি আর  ইসলামিক দেশ হল ৫৬টি । 

কিন্তু একটিও হিন্দু রাষ্ট্র নেই ।

হিন্দু সংখ্যগরিষ্ট দুটি দেশ আছে একটি হল, আমাদের মাতৃভূমি ভারত অপরটি হল, ভারতের প্রতিবেশি নেপাল ।

এটা আমাদের দূর্ভাগ্য যে এটা বর্তমানে বিশ্বের সবচেয়ে সেকুলার দেশ।

সংখ্যাগুরু হিন্দুরা এখানে দুর্গাপুজা পালন করতে পারে না, এখানে প্রতি নিয়ত চলে হিন্দুদের উপর অত্যাচার।এখানে মন্দির ভাঙা এখন উৎসবে পরিণত হয়েছে।

এই দুবৃত্তদের কারণেই, সে দিন আতি নিকটে যে পৃথিবীর বুকে হিন্দু বলে কোন জাতি ছিল,  এটা জানতে ইতিহাসের পাতা উল্টাতে হবে; অথবা কোন যাদুঘরে যেতে হবে,  হিন্দুদের কোন দেব-দেবীর ধ্বংসাবশেষ খুজতে বা অবশিষ্ট কোন ধর্ম গ্রন্থ খুজতে।।

আমার মত একটা তুচ্ছ লোক ও এগুলা নিয়ে আজ ভাবতে শিখেছে কিন্তু আজও ভাবাতে পারেনি হিন্দু কোন প্রধানমন্ত্রী নেতাবৃন্দকে।

চোখের কোণের এই অশ্রুটুকু কি শুধু আমার ভালোর জন্য ঝরল কিনা জানি না?

নিজের জন্য চোখের জল আমার কখনও ঝরে নি যতটা ঝরল ঐ তোমাকেই ভালবেসে।ভালবাসি হিন্দুত্ব।

পৃথিবীতে যদি ঈশ্বরের কাছে চিৎকার করে কেঁদে কেঁদে বলার মত কোন জায়গা থাকত, তবে তার কাছে জানতে চাইতাম তোমার সৃষ্টি যদি আমি হয়েই থাকি,  কি আমার আপরাধ,  এই নিরীহ নিন্দুককে,  কেনবা পৃথিবীতে পাঠিয়ে ছিলে??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন